লঞ্চ দুর্ঘটনায় এখনো নিখোঁজ অর্ধশত
ঝালকাঠিতে লঞ্চ দুর্ঘটনায় সুগন্ধা নদীতে লাফিয়ে পড়া মানুষের সন্ধানে ৩য় দিনের মতো উদ্ধার অভিযান চালছে। নিখোঁজদের স্বজনদের দাবি কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নদীতে লাফিয়ে এখনও নিখোঁজ রয়েছেন। তবে পুলিশের কন্ট্রোল রুমের তথ্যমতে ৪১ জন এবং রেড ক্রিসেন্টের তথ্যমতে এখনও ৫১ জন নিখোঁজ রয়েছেন।
রবিবার সকাল থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড সদস্যরা কোনো মৃতদেহ উদ্ধার করে পারেনি বলে জানান।
হারিয়ে যাওয়া স্বজনের খোঁজে কেউ কেউ ট্রলার নিয়ে নদীর বিভিন্ন প্রান্তে ঘুরছেন বলে জানা গেছে। কেউ আবার নদী তীরের মিনিপার্ক, ডিসিপার্ক, লঞ্চঘাট এবং ঘটনাস্থল দিয়াকুল এলাকায় খুঁজছেন।
এদিকে বরগুনার জেলা প্রশাসক কতজন নিখোঁজ রয়েছে তা নিশ্চত করে কিছু বলেনি। তারা জানিয়েছেন এখনও নিখোঁজের তালিক তৈরির কাজ চলছে।
এসও/এএন