সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২০ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

‘আমি কোনো দুর্নীতি করিনি’ বলে কাঠগড়ায় অঝোরে কাঁদলেন কামাল মজুমদার

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। ছবি: সংগৃহীত

নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ক্ষোভ প্রকাশ করেছেন। এ সময় তিনি নিজেকে নির্দোশ দাবি করে কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন।

আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইসতিয়াকের আদালত রাজধানীর মিরপুর থানার মহিউদ্দিন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

শুনানিকালে কামাল আহমেদ মজুমদার আদালতের অনুমতি নিয়ে বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, নির্যাতন করা হচ্ছে। আমি কোনো অন্যায়, দুর্নীতি করিনি।

তিনি আরও বলেন, এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই, দেশে আইনের শাসন থাকলে এমনটা হতো না। মামলা করছে, বাদীর খবর নাই। একের পর এক মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করছে। পরিবারের সদস্যদেরও নির্যাতন করছে।
তারা বাড়িতে থাকতে পারছে না। জায়গা-জমি দখল করে নিচ্ছে। মিথ্যা মামলা দিচ্ছে।

অথচ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এর বিচার চাই। আদালতের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা রয়েছে। যারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করছি। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট মিরপুর মডেল থানার সামনে আন্দোলন চলছিল ছাত্র-জনতার। এ সময় ওই স্থান পার হওয়ার পথে আসামিদের গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন মহিউদ্দিন। পরে ৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহত মহিউদ্দিনের মামাতো ভাই গত ১২ সেপ্টেম্বর মিরপুর থানায় একটি মামলা করেন।

Header Ad
Header Ad

পুলিশ হেফাজতে রাজশাহীর মালিক কিস্তিতে পারিশ্রমিক দেওয়ার অঙ্গীকার  

ছবিঃ সংগৃহীত

ক্রিকেটার, কোচিং স্টাফ ও সংশ্লিষ্টদের পারিশ্রমিক পরিশোধ না করায় পুলিশ হেফাজতে নেয়া হয়েছিলো দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি মালিক শফিকুর রহমানকে। আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে তিন কিস্তিতে সমস্ত পাওনা পরিশোধ করার প্রতিশ্রুতি দেয়ায় মুক্তি পেয়েছেন তিনি। প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে, তার বিরুদ্ধে যেকোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে মর্মে জানিয়েছেন শফিকুর রহমান।

চুক্তি অনুযায়ী বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার আগেই রাজশাহীর ক্রিকেটারদের ৫০ শতাংশ পারিশ্রমিক দেয়ার কথা ছিল। তবে, সেটি দেয়া হয়নি। ঢাকায় এসে আবারও ক্রিকেটাররা বিদ্রোহ করেন। বিদেশিরা ম্যাচ বর্জন করলেও, চেক পেয়ে ম্যাচ খেলে দেশি ক্রিকেটাররা।

তবে আবারও বাউন্স করে চেক। এরপর বিসিবি ও ক্রিকেটারদের চাপে ২ ফেব্রুয়ারি পারিশ্রমিক দেবার প্রতিশ্রুতি দেন শফিকুর রহমান। এমনকি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকেও একই প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু রোববার ডেডলাইন ডে’তেও টাকা না দেবার ধৃষ্টতা দেখান শফিক।

পাওনা না পেয়ে হোটেল ছাড়েনি ক্রিকেটাররা। ক্রিকেটারদের সরঞ্জাম আটকে রেখে টাকার দাবি জানিয়েছে বাস মালিকও। দেশ ছেড়ে পলিয়ে যেতে পারেন শফিকুর রহমান, এক পর্যায়ে ওঠে এমন গুঞ্জনও।

এমন পরিস্থিতেতে নড়েচড়ে বসে সংশ্লিষ্ট সকল বিভাগ। সোমবার সাকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে জানানো হয়, দিনের প্রথম প্রহরে পুলিশ হেফাজতে নেয়া হয় শফিকুর রহমানকে। বারবার কথা দিয়েও পেমেন্ট না দেয়ায় জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।

এমন পরিস্থিতিতে, দোষ স্বীকার করে নিয়ে ২৫ শতাংশ হারে ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারি তিন কিস্তিতে দলের সমস্ত পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন শফিকুর রহমান।

কেবল খেলোয়াড়ই নয়, প্রতি কিস্তিতে দল সংশ্লিষ্ট সকলকেই প্রাপ্য অর্থ বুঝিয়ে দেবার নিশ্চয়তা দেন রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিক।

Header Ad
Header Ad

নববধূ নিয়ে ফেরার পথে স্ট্রোক করে বরের মৃত্যু

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জে বিয়ে করে নববধূ নিয়ে ফেরার পথে স্ট্রোক করে মৃত্যু হয়েছে জাহিদুল ইসলাম (২৩) নামে এক যুবকের। রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার তুষভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে।

জাহিদুল ইসলাম কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকার মহুবার রহমানের ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়, সন্ধ্যায় বরযাত্রী নিয়ে কালীগঞ্জের চৌধুরীরহাট এলাকায় কনের বাড়িতে যান তিনি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূ নিয়ে ফেরার সময় তুষভান্ডার বাজার পার হওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে থাকা বরযাত্রীরা দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই তার মৃত্যু হয়।

কাকিনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহাবুদ্দিন বলেন, "ঘটনাটি শোনার পর গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। নববিবাহিত জাহিদুল ইসলাম ফেরার পথেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান।"

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, নববধূকে নিয়ে ফেরার পথে বরের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Header Ad
Header Ad

যাদের হাতে উঠেছে সংগীতে সেরা ‘গ্র্যামি পুরস্কার’

যাদের হাতে উঠেছে সংগীতে সেরা ‘গ্র্যামি পুরস্কার’। ছবি: সংগৃহীত

বছরজুড়ে সেরা গান, সুর, অ্যালবাম ও সেরা সংগীত তারকাদের সম্মানিত করার মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেল সবচেয়ে মর্যাদাপূর্ণ সঙ্গীত পুরস্কার ‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৫’। ‘৬৬তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ড’-এর মূল অনুষ্ঠানটি ২ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম এরেনায় অনুষ্ঠিত হয়েছে।

এ বছর শ্রেষ্ঠ অ্যালবামের পুরস্কার ঘরে তুলেছেন বিয়ন্সে।

‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন গায়িকা। সবচেয়ে বেশি গ্র্যামি পুরস্কার বিয়ন্সের দখলে থাকলেও আগে কখনোই অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার পাননি তিনি। প্রথমবার এই সেরার পুরস্কার ঘরে তুললেন বিয়ন্সে। ‘নট লাইক আস’-এর জন্য জিতেছেন ‘রেকর্ড অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন কেনড্রিক লামার।
একই গানের জন্য ‘সং অব দ্য ইয়ার’ পুরস্কারও জিতেছেন তিনি। সব মিলিয়ে এবারের গ্র্যামিতে সর্বোচ্চ পাঁচ পুরস্কার জিতেছেন লামার।
একনজরে গুরুত্বপূর্ণ শাখায় গ্র্যামি পুরস্কার জিতেছেন যারা

যাদের হাতে উঠেছে সংগীতে সেরা ‘গ্র্যামি পুরস্কার’। ছবি: সংগৃহীত

রেকর্ড অব দ্য ইয়ার: ‘নট লাইক আস’, কেনড্রিক লামার
অ্যালবাম অব দ্য ইয়ার: ‘কাউবয় কার্টার’, বিয়ন্সে
সং অব দ্য ইয়ার: ‘নট লাইক আস’, কেনড্রিক লামার
বেস্ট নিউ আর্টিস্ট: চ্যাপেল রোন
বেস্ট পপ সলো পারফরম্যান্স: ‘এক্সপ্রেসো’, সাবরিনা কার্পেন্টার
বেস্ট পপ ডুয়ো অথবা গ্রুপ পারফরম্যান্স: ‘ডাই উইথ আ স্মাইল’, লেডি গাগা ও ব্রুনো মার্স
বেস্ট পপ ভোকাল অ্যালবাম: ‘শর্ট অ্যান্ড সুইট’, সাবরিনা কার্পেন্টার
বেস্ট ড্যান্স অথবা ইলেকট্রনিক অ্যালবাম: ‘ব্রাট’, চার্লি এক্সসিএক্স
বেস্ট রক পারফরম্যান্স: ‘নাউ অ্যান্ড দেন’, দ্য বিটলস

যাদের হাতে উঠেছে সংগীতে সেরা ‘গ্র্যামি পুরস্কার’। ছবি: সংগৃহীত

এছাড়া আরো ৮৫টি ক্যাটাগরিতে বছরের সেরাদের দেয়া হয় গ্র্যামির সম্মাননা।

গত মাসে লস অ্যাঞ্জেলেসে দাবানলের কারণে গ্র্যামির আয়োজনই অনিশ্চিত হয়ে পড়েছিল।

তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই হয় অনুষ্ঠান। তবে গ্র্যামিতে দাবানলে ক্ষতিগ্রস্তদের উৎসর্গ করে ছিল ‘আ লাভ এল এ’ শিরোনামের পারফরম্যান্স। দাবানলে ক্ষতিগ্রস্তদের উৎসর্গ করে লেডি গাগা ও ব্রুনো মার্সের পরিবেশনাও ছিল। গত বছরের নভেম্বরে প্রয়াত সংগীত প্রযোজক কুইন্সি জোন্সকে উৎসর্গ করে ছিল আরও একটি বিশেষ পরিবেশনা।

যাদের হাতে উঠেছে সংগীতে সেরা ‘গ্র্যামি পুরস্কার’। ছবি: সংগৃহীত

পুরস্কার বিতরণের পাশাপাশি এ বছর গানে গানে গ্র্যামির মঞ্চে ঝড় তোলেন শাকিরা।

ঝড় তুলেছেন বিলি আইলিশ, সাবরিনা কার্পেন্টার, ছিল দ্য উইকেন্ডের পারফরম্যান্স। টানা পঞ্চমবারের মতো গ্র্যামি সঞ্চালনা করেন কমেডিয়ান ট্রেভর নোয়া।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পুলিশ হেফাজতে রাজশাহীর মালিক কিস্তিতে পারিশ্রমিক দেওয়ার অঙ্গীকার  
নববধূ নিয়ে ফেরার পথে স্ট্রোক করে বরের মৃত্যু
যাদের হাতে উঠেছে সংগীতে সেরা ‘গ্র্যামি পুরস্কার’
৩০০ আসনে প্রার্থী দিবে ‘ফুলকপি’ প্রতীকের বিডিপি
পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ তিতুমীর কলেজের  
বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত- ২
বাঁচা-মরার ম্যাচে রাসেল, টিম ডেভিড, ভিন্সদের নিয়ে ব্যাটিংয়ে রংপুর
প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মেয়ের ছবি বিকৃত করে প্রচার  
বাংলাদেশের ‌‘গুম জননী’ শেখ হাসিনা: প্রেস সচিব
নওগাঁয় মেলা দেখে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
‘আমি কোনো দুর্নীতি করিনি’ বলে কাঠগড়ায় অঝোরে কাঁদলেন কামাল মজুমদার
হাসিনা বিনের জন্য প্রকাশনাকে ধন্যবাদ দিলো ক্রীড়া উপদেষ্টা  
সাবেক বিচারপতি মানিক, সালমানসহ ৬ জন রিমান্ডে
যুক্তরাষ্ট্রে ৯ দিনে ৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু
স্বামীর কিডনি বিক্রির অর্থ নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী, ডিভোর্সের হুমকি
আপনাদের জন্য কিছু করলে এ সরকারই করবে: হাসনাত আবদুল্লাহ
কুড়িগ্রামের রাজিবপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
শেখ হাসিনার নামে একটা পিএইচডি ডিগ্রি দেওয়া দরকার: বাণিজ্য উপদেষ্টা
ঢাকায় স্কুলছাত্রীকে ‘হাত-পা বেঁধে ধর্ষণ’, রিকশায় করে লাশ ফেলা হয় হাতিরঝিলে