শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ | ৬ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

এক টুকরো স্বপ্ন 

উফ!! এই মেডিকেল এতো পেইন কেন? মাত্র দেড় মাস হতে চলেছে। এ কয়েক দিনেই আমার একদম নাভিশ্বাস উঠে গেছে। পাঁচ বছর কিভাবে কাটাবো? আল্লাহ্ই জানে।
 
আমার সম্পর্কে একটু বলি। আমি নাজিফা। ছোট বেলা থেকেই ঢাকায় মানুষ। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। চাঞ্ছ পেয়েছি মফঃস্বলের সম্পূর্ণ নতুন এক মেডিকেলে। অবশ্য এটা নিয়ে আমার কোন আফসোস নেই। শুধু পড়াশোনাটা বাদ দিলেই সবকিছু ফার্স্ট ক্লাস। এখানকার সবাই অনেক ভালো। টিচার, ফ্রেন্ড থেকে শুরু করে সবাই। সবাই অনেক ভালো। তবে আব্বু-আম্মুকে অনেক মিস করি। মেডিকেলের লাইফটা বেশ বোরিং। টিউটোরিয়াল, লেকচার, আইটেম আরও কতো কি? কিন্তু আমি ছিলাম বেশ দুষ্টু। নিজের দুষ্টামির কারনে ক্লাসের সবাই আমাকে চিনতো। আড্ডা দেয়া, সবাইকে পচানি দেয়া, এভাবেই চলছিলো।
 
আজকে ফেব্রুয়ারির ১৪ তারিখ। অনেকের জন্যই দিনটা বেশ স্পেশাল। কিন্তু আমার জন্য আর দশটা দিনের মতই সাধারন। আজকের ঘুম একটু দেড়িতে ভেঙেছে। তারাতারি কলেজ যেতেই শুনি থার্ড মাইগ্রেশনে নতুন দুইটা ছেলে এসেছে আমাদের ক্লাসে। যেহেতু নতুন ছেলে। তাই তাদেরকে আজকে পচানি দিতে বেশ মজাই হবে। আর পচানি দেয়ার আগে শিকারকে ভালভাবে পর্যবেক্ষণ করে নেয়া জরুরী। তাকিয়ে দেখলাম দুইটাকে। একটা পুরাই বলদ মার্কা। একে পচিয়ে বেশ মজা পাওয়া যাবে। আরেকটা বেশ লম্বা। প্রায় ছয় ফুট। ফর্সা, কোঁকড়ানো চুল। চেহারাও মোটামোটি। কিন্তু বেশ মায়াবী দুটো চোখ। চোখ দুটোতে কি যেন ছিল। ওর চোখে চোখ পরতেই মনটা কেমন জানি করে উঠলো। একে পচাতে একদম ইচ্ছা করলো না। মনে হচ্ছিলো ওর চোখ দুটো খুলে ব্যাগে করে নিয়ে যাই। ক্লাস শেষে নিজেই গিয়ে ওর সাথে পরিচিত হলাম। মহাশয়ের নাম রাফু। নাম জানা ছাড়া আর কোন কথাই হয়নি। বিকালে আমি আর আমার কিছু ফ্রেন্ড মিলে ঘুরতে গেলাম। আমার এক ফ্রেন্ড শিশির এসে বলল,
 
দোস্ত! রাফু তো তোর উপর ক্রাশ খাইছে।
 
শুনে কিছুটা ঘাবড়ে গেলাম। বললাম,
 
মানে? কোন রাফু?
 
কানে কম শুনিশ? রাফু। ওই যে নতুন ছেলেটা। ও তোর উপর ক্রাশ খাইছে।
 
কিভাবে বুঝলি?
 
আজ ক্লাশ শেষে যেভাবে তোর ব্যাপারে ইনকোয়ারি করছিল। আর তাছাড়া.....
 
তাছাড়া কি?
 
তুই ওর সাথে কথা বলে চলে যাওয়ার সময় তোর দিকে যেভাবে তাকিয়ে ছিল। ওর চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিলো যে ও তোর প্রেমে পরছে।
 
যাহ! ভাগ! একদিন দেখায় কেউ কারো প্রেমে পরে নাকি?
 
বন্ধুরা মিলে হাসিঠাট্টা করেই ব্যাপারটাকে উড়িয়ে দিলাম।
 
এরপর বেশকিছুদিন কেটে গেলো। রাফুর দিকে দ্বিতীয়বার তাকানোই হয়নি। তবে একসাথে ক্লাসে থাকলে যতটুকু জানা যায়, জেনেছি। রাফুর বাড়ি এখানেই। ছেলেটা বেশ চুপচাপ। প্রয়োজন ছাড়া খুব একটা কথা বলে না। মেয়েদের সাথে তো কথাই বলেনা। আসলে মিশতেই পারেনা। যদি কখনো বে-খেয়ালে ওর দিকে চোখ পরে তাহলে দেখা যায় ও কেমন ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। আর ওর সেই চোখ। উফ! মনে হয় খুলে নিয়ে যাই। কিন্তু আমার বদজাত ফ্রেন্ডগুলো প্রতিনিয়ত রাফুর নাম নিয়ে আমাকে জ্বালাতন করতো।
 
একদিনের ঘটনা, ব্রেক চলছে। এর পর এনাটমি টিউটোরিয়াল। শিশির আসছে। এপ্রন ঘাড়ে করে জুবুথুবু অবস্থায়। মনে হয় ঘুম থেকে উঠে আসছে। এসেই রাফুর পাশে বসে ঝিমুতে লাগলো। শিশিরকে পচানোর এই মোক্ষম সুযোগ হাতছাড়া করার পাত্রী আমি নই। এগিয়ে গেলাম শিশিরের কাছে। গিয়েই বেশ উঁচু গলায় সব্বাইকে শুনিয়ে শুনিয়ে শিশিরকে পচানি দিতে লাগলাম। শিশির কিছু বলছেনা দেখে আমি আরও উদ্যম নিয়ে চিল্লাইতে লাগলাম। এমন সময় হঠাত করে রাফু আমার উপর চিল্লিয়ে উঠলো,
 
এই মেয়ে। তোমার সমস্যা কি? এতো চিল্লাচ্ছো কেন? তুমি তো পুরাই একটা পেইন।
 
ওর চিল্লানো শুনে পুরা ক্লাশ ওর দিকে হা করে তাকিয়ে আছে। শিশিরেরও ঝিমানি ছুটে গেছে। আমিও থ মেরে তাকিয়ে রইলাম। লজ্জায় অপমানে আমার কান দিয়ে ধুঁয়া বেরোতে লাগলো। আমার উপর কেউ কখনো এভাবে চিল্লায়নি। রাগে দুঃখে আমার গাল দুটো লাল হয়ে গেলো। কিছু না বলে ছুটে ক্লাস থেকে বেড়িয়ে গেলাম। সেদিন আর কোন ক্লাস করিনি। সোজা রুমে চলে আসলাম। সারাদিন অনেক মেজাজ খারাপ ছিল। মনে হচ্ছিলো রাফুকে ধরে সবার সামনে দুটো থাপ্পড় লাগালে শান্তি লাগলো। কেন থাপ্পড় লাগালাম না সে আফসোস হতে লাগলো সারাদিন। পরদিন কলেজ গেলাম। সারাদিন রাফুর দিকে একদম তাকাইনি। ক্লাস শেষে যখন ফিরছি। হঠাত করে পিছন থেকে কে যেন ডেকে উঠলো,
 
নাজিফা......
আমি পিছনে ঘুরতেই দেখি রাফু। ভদ্রতাবশত বললাম,
আমাকে বলছো?
 
আমাদের ব্যাচে নাজিফা নামে তো একজনই আছে। আর সে এখন আমার সামনেই দাঁড়িয়ে আছে।
 
কি বলবা? বলো।
 
সরি। কালকের ব্যবহারের জন্য আমি অনেক সরি।
 
ইটস ওকে। আমি কিছু মনে করিনি।
 
তারমানে তুমি আমাকে মাফ করে দিছ?
 
হ্যা! দিছি।
তাহলে?
তাহলে কি?
তোমার জন্য একটা জিনিস আনছিলাম।
 
বলেই হাতটা বাড়িয়ে দিল। হাতে পাঁচটা কিটক্যাট। আমার সবচেয়ে পছন্দের চকলেট। কিটক্যাট দেখেই আমার মনটা খুশিতে নেচে উঠলো। কিটক্যাট গুলো নিতে নিতে বললাম,
 
থ্যংকু। কিন্তু পাঁচটা কেন?
 
সরি শব্দটা ইংরেজিতে পাঁচ অক্ষরের। তাই কিটক্যাটও পাঁচটা।
 
কথাটা শুনেই হা হা হা করে হেসে উঠলাম আমি। এভাবেই টুকটাক কথা বলতে বলতেই রাফু আমাকে হোস্টেলে পৌঁছে দিল। কিন্তু সারাটা রাস্তা আমিই বকবক করে গেলাম। আর ও চুপচাপ শুনে গেলো।
 
এরপর থেকে ও আমার মানে আমাদের সার্কেলের বেশ ক্লোজ হয়ে গেলো। আড্ডা দিলে একসাথে দিতাম, ঘুরতে গেলেও একসাথে যেতাম। বলা যায়, সবসময় একসাথেই থাকতাম। কিন্তু পুরোটা সময় জুড়ে ও চুপচাপ থাকতো আর আমার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকতো। ওর তাকিয়ে থাকার ব্যাপারটা কখনো সেভাবে নোটিস করিনি।
 
প্রায় মাসখানেক পর। একদিন ক্লাস চলছে। ক্লাসে বসে ফেসবুক চালানো আমাদের নেশা নয় পেশা। হা হা হা। এমন সময় ওর নাম্বার থেকে একটা এসএমএস আসলো। লেখা ছিল,
Love You
ক্লাস শেষে ওকে ধরলাম। বললাম, 'এসবের মানে কি?'
 
ও কিছু বললনা। শুধুই হাসলো। হাসতে হাসতেই চলে গেলো। আমি বেশ অবাক হলাম। দুপুর গড়িয়ে বিকাল হতেই আবার এসএমএস,
Love You
 
আমি কোন রিপ্লাই দিলাম না। সন্ধায়, রাতে ঘুমানোর আগে একই এসএমএস। পরদিন ক্লাসে আবার সেই একই এসএমএস। এবার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেলো। রিপ্লাই দিলাম,
 
khb esy. ty na?? dekho amke eto nrml way te kw kokhno propose kre ni!!! it should be special!!!
 
এরপর ওর রিপ্লাই দেখে আমিতো পুরাই বেকুব বনে গেলাম। ও রিপ্লাই দিলো,
 
tumi serious hoila kan? saradin tmr sathe fazlami krchi. esb kichui na. vule jao ja blchi. i nvr felt for u!!!!!!
 
সেদিন আর কোন এসএমএস বা কথাও হলো না। পরদিন ক্লাসে এসে দেখি মহাশয় ক্লাসে আসেনি। ভাবলাম হয়তো কোন কাজে ব্যস্ত আছে। তারপর দিনেও ক্লাসে আসলো না। এবার শিশিরকে ডেকে জিজ্ঞেস করলাম,
 
রাফুর কি হইছে রে?
ওর আবার কি হবে?
না। মানে, ক্লাসে আসে না ক্যান?
কি জানি। ইদানিং দেখছি রুম থেকেই বেশ কম বেড়োয়।
ও!
 
আর কিছু জানা হয়নি। আসলে জানার সময়ই হয়নি। কিছুদিন পরেই পহেলা বৈশাখ। সেদিন আমাদের কলেজে বেশ বড়সড় অনুষ্ঠান হবে। সেটার প্রস্তুতিতেই বেশ ব্যাস্ততায় কাটছিলো সময়।
 
শিশিরের সাথে কথা হওয়ার আরও দুই দিন পর রাফু কলেজে আসলো। ওকে জিজ্ঞেস ক্লাসে না আসার কারন জিজ্ঞেস করতেই ও উত্তর দিলো, 'সবসময় ক্লাস করতে হবে এটা কোন সংবিধানে লেখা আছে?'
 
আমি আর কথা বাড়ালাম না। কিন্তু একটা বিষয় খেয়াল করলাম। এই চার দিনে ও বেশ বদলে গেছে। বেশ এক্সট্রোভার্ট হয়ে গেছে। আর সুযোগ পেলেই আমাকে পচাচ্ছে। চার দিন আগের রাফুর সাথে এই রাফুকে আমি কোনভাবেই মিলাতে পারছিনা। ক্লাসরুম, প্রোগ্রামের রিহার্সেল, বন্ধুদের আড্ডায় সব জায়গায় সে আমাকে পচাচ্ছে। যেন আমাকে পচানোই তার এইম ইন লাইফ হয়ে দাঁড়িয়েছে। আর ওকে কোন কাজ দিলেই একটা ডায়লগ দিচ্ছে, 'নাজু বলেছে আর রাফু পারবেনা, এমন কিছু হতেই পারেনা।' ওর ব্যবহার আমাকে সবসময় চমকে দিচ্ছিল। মাঝে মাঝে যখন ফ্রেন্ডরা মিলে কার কেমন জীবনসঙ্গী পছন্দ তা নিয়ে আলাপ করতাম তখন ও আমার কথা বেশ মনোযোগ দিয়ে শুনতো। আর তার সেই ড্যাবড্যাব করে তাকিয়ে থাকা তো আছেই।
 
দেখতে দেখতে চলে আসলো পহেলা বৈশাখ। সারাদিন কলেজে প্রোগ্রাম চললো। সন্ধার পর শুরু হলো কনসার্ট। সবাই অনেক মজা করছি। লাফালাফি, নাচানাচি, গলা ছেড়ে গান গাওয়া। সবকিছুর ভিতরে খেয়াল করলাম রাফু অন্য সবার সাথে মজা করছে কিন্তু আমাকে এভয়েড করছে। আমি নাচানাচি করতে করতে ওর পাশে গিয়ে দাঁড়ালেই ও সেখান থেকে সরে যাচ্ছে। কোন ভাবে চোখে চোখ পড়লেই মুখ ঘুড়িয়ে নিচ্ছে। যেন ও চাচ্ছে যে আমি দেখি যে ও আমাকে এভয়েড করছে। অনেক রাগ হলো। আসলে কেমন যেন অন্য রকম একটা ফিলিংস হচ্ছিলো। পুরাই আজিব লাগছিলো। মনে হচ্ছিলো আশেপাশের সবকিছু ভেঙে ফেলি। রাগে দুঃখে বেড়িয়ে গেলাম গ্যালারী থেকে। চুপচাপ হাঁটছিলাম। মিনিট দুয়েক পরেই পিছন থেকে ভেসে আসে রাফুর গলার আওয়াজ।
 
নাজু। এই নাজু।
কি হইছে? বলো।
তুমি এখানে কেন?
এমনিতেই। ভালো লাগছে না।
 
এরপর ও যা করলো তা আমি স্বপ্নেও কল্পনা করিনি। ও হাত বাড়িয়ে দিয়ে পুরা ফিল্মি স্টাইলে বললো, 'আমার সাথে নাচবা একবার?'
 
আমি পুরা শকড। কি বলবো বুঝতে পারছিলাম না। ওর সেই চোখ। ওই মায়াকাড়া চোখ দুটোই আমাকে ওর সাথে নাচতে বাধ্য করে দিলো।
 
পরদিন পূর্বপরিকল্পনা মোতাবেক আমরা সাত দিনের অটো নিয়ে বাড়ি যাই। আমরা ঢাকার সবাই একসাথে একই বাসে যাচ্ছিলাম। রাফুও কি কাজে যেন ঢাকা যাচ্ছিলো। সারাটা পথ সে আমার পিছনেই লেগে ছিল। ও যে আমার কতটা কেয়ার করে সেটা আমি ওইদিন বুঝতে পারি। ও গাবতলিতে নেমে যায় আর আমরা নামবো কল্যাণপুর। নামার সময় ও বারবার পিছন ফিরে তাকাচ্ছিল আর বারবার 'বাই' বলছিল। যেন ওর যেতে একদম ইচ্ছে করছে না। ব্যাপারটা সবাই খেয়াল করছিলো। আমি বেশ বিব্রতবোধ করছিলাম আর মনে মনে বলছিলাম, 'এমন করছে কেন? মাত্র সাতটা দিনই তো।'
 
বাসায় আসার পর আব্বু, আম্মুর ভালবাসায় আর আদরে সবকিছু একদম ভুলে যাই। মাঝে মাঝে রাফু টেক্সট করতো, 'কি করো?' 'খাইছো কি না?' এই টাইপ। আমিও হ্যা/না রিপ্লাই দিতাম। সারাদিনই ফেসবুকে অনলাইন হয়ে বসে থাকতো, আমার জন্য অপেক্ষা করতো। ওর এসব কাজকর্ম আমি একসময় ওকে নিয়ে ভাবতে শুরু করি। কিন্তু আব্বু, আম্মুর মুখের দিকে তাকিয়ে সেই ভাবনাটাকে প্রশয় দেইনি। আব্বু, আম্মুর একমাত্র সন্তান আমি, তারা রিলেশন জিনিসটা তেমন একটা পছন্দ করে না। তার উপর রাফু আর আমি সেম এইজের। নিজের সাথেই নিজে যুদ্ধ করতে করতেই কেটে গেলো সাত সাতটি দিন। ফিরে আসতে হলো আবার সেই নিয়মতান্ত্রিক জীবনে। প্রতিবারের মতো এবারো কান্নাকাটি করতে করতে ঢাকা ছাড়লাম।
 
ফিরে আসার পর খেয়াল করলাম রাফু আরও এক্সট্রোভার্ট হয়ে যাচ্ছে দিনদিন। ঘণ্টায় ঘণ্টায় আমাকে ফোন দিত। কিন্তু আমি ওর ফোন পারতপক্ষে রিসিভ না করার ট্রাই করতাম। রিসিভ না করেও পারতাম না। বারবার ফোন দিত। ফোন দিতেই থাকতো। একদিনের কথা। সারাদিন ফোন দিছে। ধরিনি। ঠিক রাত ১২টার সময় ওর ফোন ধরলাম। ফোন ধরতেই ওপাশ থেকে রাফু বলে উঠলো,
 
একটু বারান্দায় আসবে? প্লিজ
না। এখন পারবো না। কি বলবা বলো।
একটু আসো। প্লিজ। একবার।
 
এতো বারবার রিকোয়েস্ট করার পর আমি গেলাম বারান্দায়। বারান্দায় গিয়ে দেখি মহাশয় হোস্টেলের সামনের রাস্তায় দাঁড়িয়ে আমার সাথে কথা বলছে।
 
এখন বলো। কি বলবা?
 
ও রাস্তার মাঝখানে হাঁটু গেঁড়ে বসে পড়লো। এক হাতে ফোন কানে ধরে বললো,
 
আমি তোমাকে ভালবাসি। আমি নিজেকে অনেক কন্ট্রোল করেছি। কিন্তু আর পারছিনা। আমার তোমাকে চাই। তুমি সবসময় হাসো। সবাইকে হাসিখুশি রাখো। সবাই তোমার হাসি দেখে কিন্তু কেউ দেখে না হাসি শেষে তোমার নিরবতা। তুমি সবার কথা শুনো। সবার কথা ভাবো। কিন্তু কেউ ভাবে না তোমার কথা। এই জগতটা যে তোমার ভালো লাগে না সেটা কেউ বুঝে না।
 
এরপর চিৎকার করে বললো,
 
আআআআমিইইইইই তোমাআআআআআআআকেএএএ ভালবাসিইইইই।
 
আমি কিছু না বলে ফোন কেটে দিয়ে রুমে চলে গেলাম। রাফু বারবার ফোন দিচ্ছিলো। আমি ফোন সুইচ অফ করে দিলাম। সে রাতে আমার একটুও ঘুম হয়নি। সারারাত বালিশে মুখ গুজে কেঁদেছি শুধু। সারারাত ওর কথাগুলো কানে বেজেছে শুধু।
 
এরপর থেকে আমি ওর সাথে কথা বলা বন্ধ করে দিলাম। ওর ফোন ধরতাম না। এসএমএস এর রিপ্লাই দিতাম না। কলেজে দেখা হলেও এড়িয়ে যেতাম। ও ফ্যালফ্যাল করে চেয়ে থাকতো। আমারও বেশ খারাপ লাগতো। কিন্তু এর মধ্যেই দুই জনের কল্যান। দিনগুলো কেটে যাচ্ছিলো এভাবেই। এর মাঝে শুনলাম ও সিগারেট খাওয়া শুরু করছে। তখন ওকে ঘৃণা করা শুরু করলাম। কিন্তু মনের কোন এক কোণে খুব কষ্ট হতো। অপরাধবোধে ভুগতাম সারাক্ষণ। সবসময় মনে হতো ছেলেটা বুঝি আমার জন্যই নষ্ট হয়ে যাচ্ছে। মনের এই ভাবনাটাকে খুব বেশি পাত্তা দিতাম না। এভাবে কেটে গেলো অনেক দিন।
 
২ডিসেম্বর। আমার জন্মদিন। আব্বু, আম্মুকে ছেড়ে এই প্রথম বাড়ির বাইরে আমার জন্মদিন। ১১ তারিখ রাত ঠিক ১১টা ৫০ মিনিটে ফোন বেজে উঠলো। রাফুর নাম্বার থেকে। কি ভেবে রিসিভ করলাম। টুকটাক কথা বলতে বলতে বেজে গেলো ১২টা ১মিনিট। রাফু গীটার বাজিয়ে তপুর ‘আজ জন্মদিন তোমার’ গানটা গেয়ে সবার আগে আমাকে উইশ করলো। ওর সাথে কথা বলতে বলতেই আমার হোস্টেলের ফ্রেন্ডরা একসাথে আমার রুমে এসে আমাকে উইশ করলো। ওরা আসায় রাফুর ফোন কেটে দিতে হলো। এরপর ফ্রেন্ডরা মিলে কেক কাটা, হই হুল্লোড়, কেক মাখামাখি, গান, নাচানাচি, চিল্লাপাল্লা করতে করতে প্রায় রাত ৩টা বেজে গেলো। অনেক রাত হয়ে গেছে। ঘুমিয়ে পরলাম।
 
ভোর ৬টা। ফোনের রিংটোনের শব্দে ঘুম ভেঙে গেলো। ফোন ধরতেই ওপাশ থেকে রাফু বললো,
 
একটু বারান্দায় আসো।
 
বারান্দায় গিয়ে ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি হোস্টেলের সামনের রাস্তার সেই একই জায়গায় সে হাঁটু গেঁড়ে বসে আছে আর হাতে তার এক গুচ্ছ লাল গোলাপ। এবারও চিল্লিয়ে বললো,
 
ভালোবাসিইইইইই
 
আমি আনন্দে কেঁদে ফেললাম। ছোটবেলা থেকেই আমার একটা স্বপ্ন ছিলো। যে মানুষটা আমার জন্মদিনের ভোরবেলা এক গুচ্ছ লাল গোলাপ নিয়ে আমাকে প্রোপোজ করবে তাকেই আমি এক্সেপ্ট করবো। কিন্তু আমার এই স্বপ্নের কথা আমি কাউকেই কখনও বলিনি। চোখের সামনে এভাবে আমার স্বপ্ন সত্যি হবে তা কখনও কল্পনাও করিনি। নিজেকে আর ধরে রাখতে পারলাম না। দৌড়ে নিচে নেমে গিয়ে জড়িয়ে ধরলাম ছাগলটাকে। ওর বুকে মুখ গুঁজে হু হু করে কাঁদতে থাকলাম। মনটা কেমন জানি খুব শান্তি শান্তি লাগছিল। ও বলতে থাকলো,
 
তোমার প্রতিটা জন্মদিন আমি স্পেশাল করে দিবো। প্রতিটা দিন করে দিবো স্বপ্নের চেয়েও সুন্দর। তোমায় অনেক ভালবাসি নাজু।
ওর বুকে মুখ গুজেই বলে উঠলাম,
 
তুমি আর সিগারেট খাবানা। আর যদি কখনও সিগারেট খাও তাহলে আর কখনও আমি বারান্দায় আসবো না। ছাগল একটা।
 
 
ডিএসএস/
 
লেখক, ছড়াকার ও সাংবাদিক 
 
 
 
 
 
 
Header Ad
Header Ad

আশ্বস্ত করছি বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২০ ডিসেম্বর) বৃটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দ্য ইকোনমিস্টের ২০২৪ সালের বর্ষসেরা খেতাব জিতে নিয়েছে বাংলাদেশ। এ নিয়ে প্রতিক্রিয়া জানতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি নেয় বৃটিশ সাময়িকীটি।

বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি নিয়ে প্রশ্ন করলে প্রধান উপদেষ্টা বলেন, আমি আশ্বস্ত করছি যে, বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না। তরুণেরা ধর্ম নিয়ে নিরপেক্ষ। তারা নতুন বাংলাদেশ গড়তে চায়। এই তরুণেরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে। এটা শুধু একটি দেশ বা আরেকটি দেশ পরিবর্তনের বিষয় না। বাংলাদেশ যা করেছে এটি তার একটি উদাহরণ যে, তরুণরা কত শক্তিশালী।

২০২৫ সালে নির্বাচন আয়োজনের পর কী করবেন এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আমার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে। আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে। আমি আমার কাজ করছিলাম এবং তা উপভোগ করছিলাম। আমি প্যারিসে ছিলাম, সেখান থেকে আমাকে আনা হয়েছে অন্য কিছু করার জন্য। সুতরাং আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব, যা আমি সারা জীবন ধরে করেছি। আর তরুণরাও এটিকে ভালোবাসে। সুতরাং আমি আবার সেখানে ফিরে যাব যেটা আমি সারা বিশ্বে তৈরি করেছি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমাদের উচিত তরুণ-তরুণীদের প্রতি মনোযোগ দেওয়া। বিশেষ করে তরুণীদের ওপর। তারা বাংলাদেশের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তরুণ-তরুণীদের ওপর মনোযোগ দেওয়া উচিত যাতে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে। তাদের সুযোগ এসেছে এবং সক্ষমতাও রয়েছে। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তিন তরুণ বর্তমানে আমার ক্যাবিনেটে আছেন। তারা দুর্দান্ত কাজ করছে। এই তরুণেরা গত শতাব্দীর তরুণ নয়। তারা এই শতাব্দীর। তারা অন্যান্যদের মতোই সক্ষম।

Header Ad
Header Ad

সত্যি কি থাপ্পড় মেরেছিলেন শাহরুখ, ৯ বছর পর মুখ খুললেন হানি সিং

শাহরুখ খান ও হানি সিং। ছবি: সংগৃহীত

কয়েক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ঘটনায় দাবি করা হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানের সময় হোটেল রুমে পাঞ্জাবি সংগীতশিল্পী হানি সিংয়ের ওপর চড়াও হয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

সেই সময় গুঞ্জন ছিল, শাহরুখ খান এত জোরে চড় মারেন যে হানি সিং গুরুতর আহত হন। এমনকি তাঁর কপাল ফেটে রক্তক্ষরণ হয়, এবং সে কারণেই তিনি সেদিন মঞ্চে পারফর্ম করতে পারেননি। বলিউড মহলে ঘটনাটি নিয়ে তখন বেশ আলোচনা হয়েছিল।

তবে, দীর্ঘ ৯ বছর পর, অবশেষে হানি সিং নিজেই ভাঙলেন নীরবতা। সম্প্রতি ওটিটিতে মুক্তি পাওয়া তাঁর জীবনকাহিনিভিত্তিক একটি তথ্যচিত্রে গায়ক এই বিতর্কিত ঘটনার আসল সত্য তুলে ধরেছেন। তিনি স্পষ্ট করেছেন যে, আসলে সেদিন কী ঘটেছিল এবং কীভাবে সেই সময়কার গুজব বাস্তবতাকে মিথ্যে রূপে উপস্থাপন করেছিল।

হানি সিং বলেন, বলিউড কিং খান কখনই আমার গায়ে হাত তুলবেন না। উনি এমন মানুষই নন। আমাকে খুবই ভালোবাসেন বাদশাহ। তিনি বলেন, আমাদের মধ্যে দাদা-ভাইয়ের সম্পর্ক। তাই শাহরুখ আমাকে মেরেছে, সেটি একেবারেই মিথ্যা কথা।

এ গায়ক বলেন, আসলে সেদিন আমার মঞ্চে উঠতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল— মঞ্চে উঠলেই মরে যাব। তাই প্রথমে হোটেলের রুমে ঢুকে মাথার সব চুল কেটে ফেললাম। তারপর নিজের মাথায় একটা কফি মাগ ভাঙলাম। এতেই আহত হই। এসব করেই সেদিনের শো আটকে ছিলাম।

হানি সিংয়ের এই বক্তব্যকে সমর্থন করেছেন তার বোনও। তিনি বলেন, এ ঘটনার পরই মাথায় রক্ত নিয়ে ফোন করে হানি। আমরা তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। এর নেপথ্যে শাহরুখের কোনো দোষ নেই।

Header Ad
Header Ad

মেয়ে থেকে ছেলেতে রূপান্তর, বগুড়ার শ্রাবণী এখন শ্রাবণ

বগুড়ার শ্রাবণী এখন ওমর ফারুক। ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম পূর্বপাড়া এলাকায় বিরল এক ঘটনা ঘটেছে। শ্রাবণী আক্তার খুশি (১৫) নামের এক ছাত্রী মেয়ে থেকে ছেলে হিসেবে রূপান্তরিত হয়েছেন। এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। উৎসুক জনতা ভিড় জমাচ্ছে তার বাড়িতে।

শ্রাবণী স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তিনি খোকন মিয়ার বড় মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় এক বছর ধরে শ্রাবণীর আচরণে ছেলেদের মতো বৈশিষ্ট্য দেখা যাচ্ছিল। বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দিলে তার পরিবার নিয়মিত ডাক্তারি পরীক্ষা করায়। ছয় মাস ধরে চলা মেডিকেল পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় যে, শ্রাবণী শারীরিকভাবে একজন ছেলেতে রূপান্তরিত হয়েছেন।

রূপান্তরের পর তার নতুন নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ। শ্রাবণ নিজেও এই পরিবর্তন মেনে নিয়েছেন। তিনি বলেন, মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ায় আমার কোনো দুঃখ নেই। এখন আমি বাবার কাজে সহযোগিতা করতে পারব।

শ্রাবণের বাবা খোকন মিয়া জানান, মেয়ের আচরণ ও শারীরিক গঠনে পরিবর্তন লক্ষ্য করার পর থেকে আমি নিয়মিত ডাক্তারি পরীক্ষা করিয়েছি। অবশেষে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ডাক্তারি রিপোর্টে জানা যায়, আমার মেয়ে একজন ছেলেতে রূপান্তরিত হয়েছে।

তিনি আরও বলেন, মুরুব্বিদের পরামর্শে শ্রাবণীকে ছেলেদের পোশাক পরিয়ে মাথার চুল কেটে নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে সে ওমর ফারুক শ্রাবণ নামে পরিচিত।

খোকন মিয়া বলেন, আমার তিন মেয়ে ছিল। ছেলে না থাকায় সমাজের নানা কথা শুনতে হয়েছে। কিন্তু আমার বড় মেয়ে ছেলে হিসেবে রূপান্তরিত হওয়ায় আমি ও আমার পরিবার অত্যন্ত খুশি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আশ্বস্ত করছি বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না: প্রধান উপদেষ্টা
সত্যি কি থাপ্পড় মেরেছিলেন শাহরুখ, ৯ বছর পর মুখ খুললেন হানি সিং
মেয়ে থেকে ছেলেতে রূপান্তর, বগুড়ার শ্রাবণী এখন শ্রাবণ
বাড়ি ফেরার পথে সড়কে ঝরে গেল বাবা-ছেলের প্রাণ
ছাত্রলীগ নেতা মুক্তাদির শিক্ষার্থীদের হাতে আটক, থানায় সোপর্দ
এ দেশে মেজরিটি–মাইনরিটি বলে কিছু নেই: জামায়াতের আমির
আজ বছরের দীর্ঘতম রাত, সবচেয়ে ছোট দিন আগামীকাল
রাজনীতিবিদকে বিয়ে করতে চান ফারজানা সিঁথি
গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রাথমিক তালিকা প্রকাশ
পাকিস্তানে জঙ্গি হামলায় ১৬ সেনা নিহত
বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল বিমানবন্দরে গ্রেপ্তার
হামজাকে নিয়ে যা বললেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল
বহু ভাষা, বহু সংস্কৃতি, বহু ধর্মের বিকাশে কাজ করতে চায় কমিশন: ফারুকী
অবৈধ অনুপ্রেবেশের অভিযোগে ত্রিপুরায় শিশুসহ ৬ বাংলাদেশি গ্রেফতার
টাঙ্গাইলে বাস-সিএনজির সংঘর্ষ: নিহত ২
চাঁদাবাজদের তালিকা তৈরি, দুদিনের মধ্যে অভিযান: ডিএমপি কমিশনার
আসাদের নিরাপত্তা বাহিনী সিরিয়ার নতুন সরকারের কাছে অস্ত্র জমা দিচ্ছে
দেশের সার্বভৌমত্ব আর গণতন্ত্র বিএনপির কাছে নিরাপদ: টুকু
গত ১৫ বছরে নানকের সম্পত্তি ফুলে ফেঁপে ওঠেছে ৩০ গুণ