দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রোহিঙ্গা সমস্যার দ্রুত ও টেকসই সমাধান না হলে পুরো দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়তে পারে। শরণার্থী হিসেবে দীর্ঘদিন ধরে বসবাস তাদের মধ্যে গভীর হতাশা তৈরি করেছে, যার ফলাফল হিসেবে দেখা যাচ্ছে অপরাধ প্রবণতা ও চরমপন্থায় জড়ানোর প্রবণতা।
বুধবার (২৩ এপ্রিল) কাতারের দোহায় অনুষ্ঠিত ‘আর্থনা শীর্ষ সম্মেলন’-এর দ্বিতীয় দিনে ‘বাধ্যতামূলকভাবে বাস্তুচ্যুত জনগণের সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ—রোহিঙ্গা ইস্যু’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।
ড. ইউনূস বলেন, “রোহিঙ্গা সংকট এখন আর কেবল মানবিক বিষয় নয়, এটি একটি জটিল বহুস্তর বিশিষ্ট চ্যালেঞ্জ—যার প্রভাব সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং পরিবেশগত প্রতিটি স্তরেই পড়ছে।”
তিনি জানান, আন্তর্জাতিক সম্প্রদায়ের মানবিক সহায়তা দিন দিন কমে আসছে, যা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলছে। এই অবস্থায়, বাংলাদেশ মনে করে রোহিঙ্গাদের টেকসই ও নিরাপদ প্রত্যাবাসনই একমাত্র স্থায়ী সমাধান।
জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় চলতি বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ড. ইউনূস কাতারসহ ওআইসি সদস্য দেশগুলোকে এই সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, “জাতিগত নিধন ও মানবাধিকার লঙ্ঘনের জন্য মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতে জবাবদিহি করতে হবে। বিচার প্রক্রিয়া শুরু হলে রোহিঙ্গাদের রাখাইনে ফেরার আস্থা ও সাহস ফিরে আসবে।”
রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক মহলের কার্যকর ভূমিকার ওপর জোর দিয়ে ড. ইউনূস বলেন, “আলোচনা আর আনুষ্ঠানিকতা দিয়ে নয়, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাস্তব পদক্ষেপ নিতে হবে। এখনই সময় কার্যকর উদ্যোগের।”
