সীমান্তের সব ভিডিও সত্য নয়, আবার সবটা যে মিথ্যা তাও নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত
সম্প্রতি ভাইরাল হওয়া মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যদের বাংলাদেশ সীমান্তের ভেতরে জলকেলিতে অংশ নেওয়ার ভিডিও নিয়ে প্রশ্নের মুখে মুখ খুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, এসব ভিডিও পুরোপুরি সত্য নয়, তবে সম্পূর্ণ মিথ্যাও বলা যাবে না।
বুধবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “আরাকান আর্মি অনেকদিন ধরেই মিয়ানমারে যুদ্ধ করছে। তাদের কেউ কেউ বাংলাদেশের ভেতরে এসে বিয়েও করেছে, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু ভিডিওগুলোয় যা দেখা যাচ্ছে, তা অতিরঞ্জিত হতে পারে।”
তিনি জানান, সীমান্ত পরিস্থিতি জটিল, কারণ মিয়ানমারের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের পাশাপাশি সীমান্তের কিছু অংশ আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে সেখানে দ্বৈত নিয়ন্ত্রণে ট্যাক্স আদায়সহ নানা সমস্যা তৈরি হচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, “সীমান্ত পুরোপুরি রক্ষিত আছে। তবে সমস্যা জটিল, এবং এর সমাধানে সরকারের তরফ থেকে কাজ চলছে।”
চট্টগ্রামের রাউজানে সাম্প্রতিক সহিংসতা ও হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, “রাউজান, ফটিকছড়ি, পটিয়া, সাতকানিয়া—এই এলাকাগুলো পাহাড়-সমতলের মিশ্র এলাকা। এখানে অপরাধ করে সন্ত্রাসীরা সহজেই পাহাড়ে পালিয়ে যায়। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
পাহাড়ের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “আমি নিজে পাহাড়ে তিনবার চাকরি করেছি—ক্যাম্প কমান্ডার, সিও, বিগ্রেড কমান্ডার হিসেবে। এখনকার পরিস্থিতি অনেক শান্ত। আগে যেখানে ল্যান্ডমাইন বিস্ফোরণে পিকআপ উড়ে যেত, এখন সেই পথেই লোকজন সাজেকে ঘুরতে যাচ্ছে।”
সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সত্য ঘটনা প্রচার করুন। এতে আমাদের তদন্ত ও পদক্ষেপ নিতে সুবিধা হয়। তবে ভুল তথ্য বা বিভ্রান্তিকর ভিডিও প্রকাশ করলে বিপরীতে তদন্তে সমস্যায় পড়ি। পাশের দেশের কিছু মিডিয়া তখন সেটা কাজে লাগায়।”
সভায় চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তর ও সংস্থার প্রতিনিধি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
