জুলাই-আগস্ট গণহত্যা: ট্রাইব্যুনালে সালমান, আনিসুল, দীপু মনি, পলকসহ ১৯ জন

ছবি: সংগৃহীত
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং উচ্চপদস্থ আমলাসহ মোট ১৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার (২০ এপ্রিল) সকাল ১০টার পর প্রিজনভ্যানে করে তাদের একে একে ঢাকায় অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। এসময় ট্রাইব্যুনাল চত্বরে ছিলো কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, কামরুল ইসলাম, গোলাম দস্তগীর গাজী, ফারুক খান, আনিসুল হক, আব্দুর রাজ্জাক, আমীর হোসেন আমু, রাশেদ খান মেনন, সংসদ সদস্য সোলাইমান সেলিম এবং প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
এছাড়া রয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান।
এই মামলার বিচার কাজ পরিচালনা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।
২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে দেশজুড়ে ছড়িয়ে পড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ‘বিতর্কিত’ ও ‘নৃশংস’ অভিযান পরিচালনা করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে বহু শিক্ষার্থী নিহত, নিখোঁজ ও আহত হন। মানবাধিকার সংস্থাগুলোর দাবিতে সরকার তদন্ত শুরু করে এবং প্রাথমিকভাবে ১৯ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ আনা হয়।
