বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ হত্যা: প্রধান আসামি মেহরাজ গ্রেপ্তার

বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ গ্রেপ্তার। ছবি: সংগৃহীত
রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ ইসলামকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আলোচিত এই মামলায় এ পর্যন্ত মোট পাঁচ জনকে গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে র্যাব-১ ও র্যাব-১৩-এর যৌথ অভিযানে গাইবান্ধা থেকে মেহরাজকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিকুর রহমান। তিনি বলেন, "আসামিকে ঢাকায় আনা হচ্ছে, তদন্তের স্বার্থে বিস্তারিত পরে জানানো হবে।"
এর আগে রবিবার রাতে ঢাকার মহাখালীর ওয়ারলেস গেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তিনজনকে—কামাল (১৯), জুনায়েদ (১৯) ও সানি (১৯)। এছাড়া সোমবার রাতে কুমিল্লার তিতাস উপজেলার মনাইরকান্দি গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মামলার আরেক আসামি হৃদয় মিয়াজিকে (২৩), যিনি ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর বনানী থানার যুগ্ম সদস্যসচিব।
পরদিন রাতেই পারভেজের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করা হয়।
আসামিদের মধ্যে রয়েছেন- মেহরাজ ইসলাম, গিফফারি পিয়াস, মাহাথির হাসান, তুষার, হৃদয় মিয়াজি, রিফাত, আলী ও ফাহিম।
উল্লেখ্য, গত শনিবার ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে পারভেজের সঙ্গে তিন শিক্ষার্থীর তর্ক হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মীমাংসার পর ক্যাম্পাস থেকে বের হতেই তাকে একদল যুবক ছুরিকাঘাত করে। গুরুতর আহত পারভেজকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
