মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

অবশেষে খুঁজে পাওয়া গেল পলকের হারানো সেই সোয়েটার

ছবি: সংগৃহীত

কারাগারে থাকা অবস্থায় নিজের দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে বলে আদালতের কাঠগড়ায় অভিযোগ করেছিলেন পলক। জানিয়েছিলেন, যদি আগামীতেও তাকে কারাগারে থাকতে হয়, তবে শীতে গরম কাপড় প্রয়োজন হবে। এই ঘটনা নিয়ে বেশ চাঞ্চল্য তৈরি হয়।

সোমবার (২১ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমে জানান পলকের আইনজীবী।

তবে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন জানান, সোয়েটারসহ পলকের জামাকাপড়ের ব্যাগটি হারায়নি। নিরাপত্তাজনিত কারণে মালিক সঠিকভাবে শনাক্ত না হওয়ায় ব্যাগটি স্টোররুমে রাখা হয়েছিল।

পরে তদন্তে জানা যায়, সম্প্রতি পলকের স্ত্রী কারাগারে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে, পলক তার কিছু শীতের কাপড় স্ত্রীর হাতে দেওয়ার জন্য নিরাপত্তারক্ষীর মাধ্যমে দেন। সাক্ষাৎ শেষে অসাবধানতাবশত ব্যাগটি পড়ে যায় এবং পরে তা রক্ষীরা স্টোরে জমা রাখে।

তবে আদালতে অভিযোগ ওঠার পর কারা কর্তৃপক্ষের দাবি, পলক ইচ্ছাকৃতভাবেই এমন "উদ্ভট অভিযোগ" করে আলোচনায় থাকার চেষ্টা করছেন। তাদের মতে, কারাগারে বন্দির কোনো মালামাল হারানোর সুযোগ নেই।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৪ আগস্ট গ্রেপ্তার হন জুনাইদ আহ্‌মেদ পলক। তার বিরুদ্ধে দায়ের হওয়া ছয়টি মামলায় মোট ৫৮ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

Header Ad
Header Ad

জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের পর্যবেক্ষণে রাখার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারের পাশাপাশি জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের ওপর নিবিড় নজরদারি বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় যশোরে সরকারি দফতর ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় উপদেষ্টা বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার পর পুলিশে নিয়োগ ও বদলি বাণিজ্য নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।” তবে এখনও তদবির সংস্কৃতি পুরোপুরি বন্ধ হয়নি বলেও তিনি মন্তব্য করেন।

হাস্যরসের সুরে তিনি যোগ করেন, “উপদেষ্টা হওয়ার পর আত্মীয়-স্বজন আর বন্ধু-বান্ধবের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে গেছে—যাদের অনেককেই আমি চিনি না। তাই কেউ যদি আমার নামে তদবির করতে আসে, আগে চা-নাশতা খাওয়াবেন, তারপর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন।”

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, “মাদক নিয়ন্ত্রণে কোনো অ্যাকশন না নিলে কেউ চাকরি ধরে রাখতে পারবে না। আমরা রিহ্যাব খুলতে চাই না, বরং মাদক বন্ধ করতেই হবে।”

তিনি আরও জানান, পুলিশকে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করতে হবে, তবে সিভিল ড্রেসে (বেসামরিক পোশাকে) কাউকে গ্রেপ্তার করার অধিকার তাদের নেই।

সভায় পুলিশে তোষামোদ বা তেলবাজির প্রবণতা আবার মাথাচাড়া দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “এই সংস্কৃতি বন্ধ করতে হবে। পাশাপাশি কমিউনিটি পুলিশিং বাড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষায় জনসম্পৃক্ততা বাড়াতে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম ও পুলিশ সুপার রওনক জাহানসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

Header Ad
Header Ad

ঢাকায় এডিস মশা নিয়ন্ত্রণে কাজ করবে সেনাবাহিনী

বক্তব্য রাখছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনী কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। মঙ্গলবার (২২ এপ্রিল) ডিএনসিসি নগর ভবনে আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুতি ও করণীয় সম্পর্কে বিভিন্ন হাসপাতালের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

প্রশাসক বলেন, আগামী সপ্তাহ থেকে ঘরবাড়ি পরিষ্কার রাখতে নাগরিকদের সচেতন করতে ডিএনসিসি কার্যক্রম চালাবে।তার পরের সপ্তাহ থেকে বাড়িঘর পরিষ্কার না পেলে বাড়ি মালিকদের জরিমানা করা হবে।

তিনি বলেন, ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় ঢাকার সরকারি হাসপাতালগুলোয় ডেঙ্গু কর্নার করা হবে।

প্রশাসক জানান, এতদিন ডিএনসিসি এলাকায় মশার ওষুধ ছিটানোর কার্যক্রম ঠিকাদারকে দিয়ে করানো হতো, কিন্তু এখন সে অবস্থান থেকে সরে এসেছে ডিএনসিসি। এখন থেকে সেনাবাহিনী মশা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, ‘যে থার্ড পার্টি দিয়ে আমরা মশার ওষুধ ছিটাতাম, সিদ্ধান্ত নিয়েছি তাদের দিয়ে এই কাজ আমরা আর করাব না। এবার আমরা বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে দিয়ে এই কাজটি করাব।বাধ্য হয়ে আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। কারণ, পাবলিক হেলথ নিয়ে আমরা কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না, কোনো ধরনের ত্রুটি চাই না।’

ডিএনসিসি প্রশাসক বলেন, বৃষ্টির মৌসুম শুরু হওয়ায় ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা আছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিয়ন্ত্রণ জরুরি, কিন্তু বাড়িঘরে মশা নিধন কঠিন।আমরা ঘুরলে ৯০ শতাংশ বাড়ির পাশে ময়লা পাওয়া যাবে, বাড়ি মালিকরা ঠিকমতো পরিষ্কার করেন না। লার্ভা মারার জন্য যে ওষুধ দিতে হচ্ছে, নিরাপত্তার কথা বলে আমাদের লোকজনকে ঢুকতে দেন না।

ভাড়াটিয়াদের উদ্দেশে তিনি বলেন, বাড়িঘর পরিচ্ছন্ন রাখতে ভাড়াটিয়ারা বাড়ি মালিকের ওপর চাপ তৈরি করবেন। আর এ বিষয়ে নগর সংস্থাও কঠোর হচ্ছে।

প্রশাসক বলেন, ‘ভাড়াটিয়ারা এই ক্রাইসিসে বাড়িওয়ালাকে প্রেসার দেবেন। আর আমরা আগামী সপ্তাহে শুরু করছি, প্রথম সপ্তাহে ক্যাম্পেইন করব। এর পরের সপ্তাহ থেকে আমরা ফাইন করা শুরু করব। ফাইন না করলে হচ্ছে না।’

Header Ad
Header Ad

শেখ হাসিনা ও টিউলিপকে দেশে ফেরাতে দুদকের কার্যক্রম শুরু

শেখ হাসিনা ও তার ভাগনি টিউলিপ সিদ্দিক এবং দুদক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ। ছবি: সংগৃহীত

দুর্নীতির মামলার আসামি আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগনি টিউলিপ সিদ্দিককে দেশে আনার কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক কমিশনার বলেন, ‘আমরা কাজ শুরু করেছি। তাদের ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে।’ টিউলিপ সিদ্দিককে বাংলাদেশের নাগরিক হিসেবে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি।

ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতি করে রাজউকের আবাসন প্রকল্পে ১০ কাঠা করে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে ছয়টি মামলা করে দুদক।

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিককে দেশে ফেরত আনা প্রসঙ্গে দুদক কমিশনার বলেন, ‘আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি পাঠিয়েছি। যেটাকে মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) বলে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা বিদেশি এমবাসিতে যাবে। সেখান থেকে বাংলাদেশের এমবাসিতে যাবে। সেই কাজ আমরা শুরু করেছি। তাদের ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে। দেশে কিভাবে ফিরিয়ে আনা যায়, এর আইনি প্রক্রিয়া সম্পর্কে আমি বলতে পারছি না। তার বিরুদ্ধে মামলা হয়েছে বাংলাদেশের নাগরিক হিসেবে। তাকে যেসব চিঠিপত্র দেওয়া হয়েছে, তা তার বাংলাদেশি ঠিকানায় দেওয়া হয়েছে। তাকে বিদেশি নাগরিক হিসেবে বিবেচনা করছি না।’

শেখ হাসিনাকে ফেরত আনতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘রেড অ্যালার্ট নিয়ে আমার কোনো ধারণা নেই। এটি এখনো কমিশনে আলোচিত হয়নি।’

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের পর্যবেক্ষণে রাখার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
ঢাকায় এডিস মশা নিয়ন্ত্রণে কাজ করবে সেনাবাহিনী
শেখ হাসিনা ও টিউলিপকে দেশে ফেরাতে দুদকের কার্যক্রম শুরু
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের 'রেড নোটিশ' জারি
সংঘর্ষের জেরে সিটি কলেজ দুইদিন বন্ধ ঘোষণা
রাষ্ট্রের বিষয়ে তাড়াহুড়ো নয়, ধীরে সুস্থে আলোচনা করতে চায় বিএনপি
বাংলাদেশ থেকে ৭২৫ সেনা নেবে কাতার
উড্ডয়নের আগে বিমানে আগুন, রক্ষা পেলেন ৩০০ যাত্রী
সায়েন্সল্যাব মোড়ে আগুন জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, বন্ধ যান চলাচল
রাজধানী থেকে ওবায়দুল কাদেরের ‘ভাগনে’ গ্রেপ্তার
পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ ও টেকসই পৃথিবী রেখে যেতে হবে
রাজধানীতে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
অবশেষে খুঁজে পাওয়া গেল পলকের হারানো সেই সোয়েটার
পারভেজ হত্যায় ‘সম্পৃক্ত’ সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার
বার্নলির মাঠে বর্ণবাদী আচরণের শিকার হলেন হামজা
আমরণ অনশন অব্যাহত রেখেছেন কুয়েট শিক্ষার্থীরা
পদ পেতে ‘স্ত্রীকে তালাক’, ছাত্রদল নেতাকে অব্যাহতি
রেলওয়ের ৫১৬ পদের নিয়োগ পরীক্ষা মে মাসে, নম্বর-সিলেবাস প্রকাশ
দুপুরে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা