নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীসহ মেয়ের মৃত্যু

নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীসহ মেয়ের মৃত্যু। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশি প্রবাসী শরফু উদ্দিন (৩৬) এবং তার ৮ বছর বয়সী মেয়ে রামিসা। এই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন শরফুর স্ত্রী, যিনি এখন হাসপাতালে অচেতন অবস্থায় আছেন।
রোববার রাত সোয়া ১০টায় বার্লিংটন কাউন্টির ইন্টারস্টেট-২৯৫ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিউ জার্সি পুলিশের মুখপাত্র জেফরি লেবরন জানান, শরফু উদ্দিন তার স্ত্রী ও মেয়ে নিয়ে এলিজাবেথ সিটি থেকে পেনসিলভেইনিয়া যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শরফুর গাড়ি এক পথ ধরে চলছিল, তবে তার গাড়ির পিছনে আসা একটি হিউনদাই সান্তা ফে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেইলে ধাক্কা খেয়ে ফের মহাসড়কে উঠে আসে এবং শরফুর গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এর পর দুটো গাড়িই রাস্তা থেকে বেরিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।
হিউনদাই সান্তা ফে গাড়িটির চালক, ২৯ বছর বয়সী এক তরুণী, গুরুতর আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউ জার্সির বাংলাদেশি কমিউনিটির সদস্যরা জানিয়েছেন, শরফু উদ্দিন ফেনীতে এসএসসি ও এইচএসসি শেষ করে অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্রে এসে নিউ জার্সিতে বসবাস শুরু করেন। তিনি একটি ফাস্টফুডের দোকানের ম্যানেজার ছিলেন।
বুধবার নিউ জার্সিতেই শরফু এবং তার মেয়েকে পাশাপাশি দাফন করা হয়। জানাজার পর প্রবাসী বাংলাদেশিরা তাদের শ্রদ্ধা জানান।
