ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় আটক ১৫ বাংলাদেশি

ছবি: সংগৃহীত
ক্রিকেটার হিসেবে ভুয়া টুর্নামেন্টের কাগজপত্র দেখিয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইল।
মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল ও প্রটেকশন এজেন্সি (একেপিএস) জানিয়েছে, আটককৃতরা প্রতারণার আশ্রয় নিয়ে ক্রিকেটের জার্সি পরে বিমানবন্দরে উপস্থিত হন। তারা একটি ভুয়া কাগজপত্র উপস্থাপন করেন, যেখানে বলা হয়েছে যে তারা পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ থেকে এসেছেন। উল্লেখ করা হয়েছিল যে এই টুর্নামেন্টটি হবে ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত।
তবে বর্ডার কন্ট্রোলের কর্মকর্তারা পরীক্ষা করে দেখতে পান, ওই কাগজপত্রটি ভুয়া এবং উল্লেখিত সময়ে কোনো ক্রিকেট ম্যাচের আয়োজন নেই।
এজেন্সির কর্মকর্তারা জানান, এই কথিত ক্রিকেটাররা এক ব্যক্তিকে তাদের স্পন্সর হিসেবে দেখানোর চেষ্টা করছিলেন। কিন্তু ওই স্পন্সর জানান যে তিনি ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে কিছুই জানেন না এবং তিনি শুধুমাত্র কোম্পানির প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত হয়েছেন।
বিস্তারিত তদন্তের পর স্পষ্ট হয় যে এই বাংলাদেশিরা আসলে ক্রিকেটার নন। তারা একটি সিন্ডিকেটের অংশ হিসেবে ক্রিকেটার সেজে অন্য কোনো উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন। পরবর্তীতে তাদেরকে মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি।
বর্ডার কন্ট্রোল কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়ে বলেছে, যেসব ব্যক্তি বা গোষ্ঠী খেলোয়াড় ভিসার অপব্যবহার করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আটককৃতদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
