প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিউ ইয়র্ক আওয়ামী লীগের সভা
জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন।
প্রধানমন্ত্রীকে জেএফকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনাসহ নাগরিক সংবর্ধনা দিতে প্রস্তত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরকে সফল করতে গত কয়েকদিন ধরে দফায় দফায় আলোচনা করেছে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা।
আগামী ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের উদ্দেশে ভাষণ দেবেন বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন।
আগামী ১৩ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশন শুরু হচ্ছে। জাতিসংঘের উচ্চ-স্তরের সাধারণ বিতর্ক শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে পৌঁছাবেন আগামী ১৮ সেপ্টেম্বর।
গত শুক্রবার (৯ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আওয়ামী লীগের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউ ইয়র্ক সফরকে সাফল্যমণ্ডিত করতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তব্য দেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন দেওয়ান, প্রচার সম্পাদক হাজী এনাম, আ. লীগ নেতা আশরাফুজ্জামান ,খোরশেদ খন্দকার, মোর্শেদা জামান, তারিকুল হায়দার চৌধুরী, শাখাওয়াত বিশ্বাস ও যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা মোহাম্মদ সেবুল মিয়া প্রমুখ।
এসএন