ওয়াশিংটনে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উদযাপন
ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন উদযাপন করেছে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ এবং মেট্রো ওয়াশিংটন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় এক ঘরোয়া পরিবেশে কেক কেটে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উদযাপন করা হয়।
সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া প্রার্থনা করে পরম করুণাময়ের নিকট তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন নেতারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানের দৌহিত্র এবং বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়ের শুভ জন্মদিন।
১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতির মহান মুক্তিযুদ্ধের মধ্যে বিজয়ের কেতন উড়িয়ে সজীব ওয়াজেদ জয় জন্মগ্রহণ করেন। সকল প্রতিকূলতা ও বাধা-বিপত্তি জয় করে তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন। কোনো মোহ তাকে আচ্ছন্ন করতে পারেনি। তিনি তার মায়ের সঙ্গে নিরলস পরিশ্রম করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছেন।
বক্তারা সজীব ওয়াজেদ জয়কে আগামীর বাংলাদেশের হাল ধরার জন্য আহ্বান জানিয়ে বলেন, আপনার নেতৃত্বে বাংলাদেশ অন্ধকার থেকে আলোকে জয় করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হারুন চৌধুরী, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সদস্য শেরিনা চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুরুল আমিন নুরু, ভারপ্রাপ্ত সভাপতি লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল হোসেন শীকদার, সহ সভাপতি সিরাজুল হক, উত্তম কুমার মন্ডল, সদস্য শাহনাজ শীকদার, বিলকিস আক্তার প্রমুখ।
এমএমএ/