নারীর ক্ষমতায়নে পর্যটনে ‘সেন্টার স্টেজ’ প্রকল্প চালু অপরিহার্য
নারীর ক্ষমতায়ন ও সুযোগের চালক হিসেবে পর্যটনের সম্ভাবনাকে অব্যাহত রাখার জন্য জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। সঙ্গে জাতিসংঘ উইমেন যৌথভাবে নারীর ক্ষমতায়নকে পর্যটন উন্নয়নের কেন্দ্রীয় পর্যায়ে রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। তারা ‘সেন্টার স্টেজ’ মডেলের মাধ্যমে নারীদের জন্য এই খাতে কাজ করতে সাহায্য করতে চান।
উল্লেখ্য, সেন্টার স্টেজ হলো কোনো অভিনেতাকে মঞ্চের মধ্যখানে স্থাপন করার প্রচেষ্টা। এই মডেলের মাধ্যমে নারীদের পর্যটন কর্মকাণ্ডের কেন্দ্রীয় স্থানে যুক্ত করা ও সেখানে ধরে রাখার বিষয়টিকে বুঝানো হয়েছে। এই উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য পর্যটনের মতো বিশাল খাতে নারীদের কর্মসৃজন ও সেখানে কাজের জন্য তাদের প্রশিক্ষিত করে তোলা। শারীরিক ও প্রযুক্তিগত উভয় ধরনের দক্ষতায় নারীদের গড়ে তুলতে পারলেই ‘সেন্টার স্টেজ’ মডেলে তাদের পর্যটনের সঙ্গে যুক্ত করা সম্ভব হবে।
জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থার গবেষণা আগের ধরনের নারীদের ক্ষমতায়নের জন্য পর্যটন খাতের বিপুল সম্ভাবনাকে তুলে ধরেছিল। উল্লেখ্য যে, বর্তমানে বৈশ্বিক পর্যটন কর্মীবাহিনীর ৫৪ শতাংশ নারী। পর্যটনে লিঙ্গ-মজুরির ব্যবধান কমিয়ে নেতৃত্বের ভূমিকায় নারীদের অনুপাত বৃদ্ধির তাগিদ এখন বিশ্বব্যাপী। তবে বাংলাদেশের মতো দেশসমূহে এখনো এই অগ্রগতি দৃশ্যমান হতে অনেক পথ পাড়ি দিতে হবে। নারীরা এখনো কম বেতনের, অনিশ্চিত ও অনানুষ্ঠানিক কাজে মনোযোগী। অধিকন্তু, করোনা মহামারিকালে পর্যটনে পুরুষদের তুলনায় নারীদের উপর বেশি আঘাত এসেছে। এই সময়ে নারীরা পুরুষের তুলনায় বেশি কর্মচ্যুতির শিকার হয়েছেন এবং তার অনেকটাই ফিরে পায়নি। জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থার জরিপ বলছে যে, নারীদের চাকরি হারানোর, তাদের কর্মঘণ্টা ও বেতন কমানোর ফলে তারা যত্নের সঙ্গে দায়িত্ব কাঁধে নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।
সংস্থাটির মহাসচিব জুরাব পোলোলিকাশভিলি এক বার্তায় বলেছেন, পর্যটনে নারীদের বিশাল অবদানের তথ্যানুসন্ধান করে তা নথিভুক্ত করার জন্য আমাদের অংশীদারদের সঙ্গে কাজ করছি। এখন সময় এসেছে পর্যটনকে ফিরিয়ে দেওয়ার। ‘সেন্টার স্টেজ’ মডেলের মাধ্যমে আমরা নারীদের জন্য এই সেক্টরে কাজ করতে সাহায্য করতে পারি এবং যতক্ষণ না আগামীকালের মেয়েরা আজকের পুরুষদের মতো একই সুযোগ পাবে ততক্ষণ পর্যন্ত আমরা থামব না।
আরও একটি বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ। পর্যটনের সার্বিক উন্নয়নের জন্য সরকারি-বেসরকারি ঐক্য গড়ে তোলা এই খাতকে ভারসাম্যপূর্ণ ও টেকসই করা উচিত। জাতীয় উন্নয়ন এজেন্ডা এবং নারীর ক্ষমতায়নে পর্যটনের স্থান সম্প্রসারণের জন্য ২০২১ সালে 'সেন্টার স্টেজ' প্রকল্প চালু করা হয়। ইউএনডব্লিউটিও, বিএমজেড ও ইউএন উইমেন দ্বারা তৈরি এই প্রকল্প পর্যটন উন্নয়নের জন্য একটি জনকেন্দ্রিক মডেল হিসেবে তৈরি করা হয়, যেখানে নারীদের কেন্দ্রীয় চরিত্রে রাখা হয়েছিল। পর্যটন ব্যবসায়ী ও সুশীল সমাজের সঙ্গে সরকারি খাতকে যুক্ত করে প্রকল্পটি সরাসরি ১,৮০০ জনকে প্রশিক্ষিত করে। বাংলাদেশেও অনুরূপ কর্মপরিকল্পনা গ্রহণ করা একান্ত অপরিহার্য।
এ যাবৎকালে আমাদের দেশে নারীর স্বাধীনতা প্রদানের মাধ্যমে ক্ষমতায়ন ও লিঙ্গ-বৈষম্য হ্রাস করার জন্য যত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এর মধ্যে পর্যটনকে যুক্ত করা হয়নি। জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থার কর্ম প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে অনুরূপ পদক্ষেপ গ্রহণ করলে বাংলাদেশের নারীরাও অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি লাভ করতে পারে। এই ক্ষেত্রে পর্যটনের অপরিহার্য প্রয়োগ নিশ্চিত করতে হবে।
মোখলছেুর রহমান: রেক্টর, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্যুরিজম স্টাডিজ, ঢাকা
এসএন