যমুনা সেতুতে একদিনে ২ কোটি ৭৮ লাখ টাকার টোল আদায়

যমুনা সেতু। ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের যমুনা সেতুতে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ একদিনে ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা টোল আদায় করেছে এবং ৩৩ হাজার ৭৬৬ টি যানবাহন পারাপার হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য জানিয়েছেন।
যমুনা সেতু সাইট অফিস জানায়, গত মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন পারাপারের বিপরীতে
২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা টোল আদায় করা হয়েছে।
এর মধ্যে উত্তরবঙ্গগামী সেতু পূর্ব প্রান্তে লেনে ১৮ হাজার ২৩৯টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৪৫০টাকা।
অপরদিকে ঢাকাগামী সেতু পশ্চম প্রান্তে ১৫ হাজার ৫২৭ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা।
