জীবন-মৃত্যু আল্লাহর হাতে: বিষ্ণোইয়ের হুমকি প্রসঙ্গে সালমান খান

ছবি: সংগৃহীত
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি আলোচিত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের মৃত্যুর হুমকি প্রসঙ্গে মন্তব্য করেছেন। দীর্ঘদিন ধরেই মৃত্যুর হুমকি পেয়ে আসছেন তিনি, তবে এই হুমকি নতুন কিছু নয়। সম্প্রতি, সালমান খান বললেন, "জীবন-মৃত্যু তো আল্লাহর হাতে"।
এ প্রসঙ্গে, সালমান খান তার আসন্ন সিনেমা ‘সিকান্দার’-এর প্রচারণার সময় বলেছিলেন, "আল্লাহ বা ভগবান যেই হন, তিনি ওপরে আছেন। যত বছর আয়ু লেখা আছে, তত বছরই বাঁচব, আর কিছু নয়।"
তাঁর মতে, "সব কিছুই আল্লাহ বা ভগবানের হাতে, ভাগ্যে যা লেখা আছে তা-ই হবে।"
একসময় সালমান খানকে কয়েকবার হত্যার হুমকি দেওয়া হয়, এবং কিছু দিন আগে মুম্বাইয়ের বান্দ্রা অঞ্চলে তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের দিকে গুলি চালানো হয়। তারপর থেকে এই অভিনেতার নিরাপত্তা জোরদার করা হয়েছে, যা তাঁর স্বাভাবিক জীবনযাত্রায় কিছুটা অসুবিধা সৃষ্টি করেছে। এমনকি তিনি নিজেও এক সংবাদ সম্মেলনে জানান, "মাঝে মাঝে এত লোকজনের সঙ্গে ঘুরতে একটু অসুবিধে হয়।"

এছাড়া, গত বছর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে থেকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি গুলি চালালে তদন্তে জানা যায়, এটি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নির্দেশে করা হয়েছিল। বিষ্ণোই ১৯৯৮ সালে পাঞ্জাবে কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায় সালমান খানকে দায়ী করেন, কারণ তাঁর সম্প্রদায় কৃষ্ণসার হরিণকে পবিত্র মনে করে। এরপর থেকে সালমান খানকে নিয়মিতই হুমকি দেওয়া হচ্ছে।
এদিকে, সালমান খান বর্তমানে তার নতুন সিনেমা ‘সিকান্দার’-এর মুক্তির প্রস্তুতি নিচ্ছেন, যেখানে রাশমিকা মান্দানা, কাজল আগারওয়াল এবং শরমন জোশির মতো অভিনেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
