শিমুলিয়ায় মোটরসাইকেল পারাপারের সময়সূচি

পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ। তাই মোটরসাইকেল ব্যবহারকারীদের পদ্মা সেতু এড়িয়ে বাড়ি ফেরার সুযোগ করে দিতেই ফেরি সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রবিবার (১৬ এপ্রিল) রাতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মোটরসাইকেল পারাপারের জন্য আগামী মঙ্গলবার (১৮ এপ্রিল) থেকে শিমুলিয়া-মঙ্গলমাঝি রুটে প্রতি তিন ঘণ্টা পর পর ফেরি সার্ভিস চালু থাকবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এই ফেরি সার্ভিস চালু রাখবে।
তিনি আরও বলেন, এ ছাড়া ১৮ এপ্রিল বিআইডব্লিউটিসির যাত্রীবাহী জাহাজ ‘এমভি মধুমতি’ ঢাকা সদরঘাট (লালকুঠি) থেকে চাঁদপুর-বরিশাল-ঝালকাঠি-কাউখালি- হুলারহাট-চরখালি ও বড়মাছুয়ার উদ্দেশে ঈদযাত্রা শুরু করবে।
উল্লেখ্য, গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। তবে সেদিনই একটি দুর্ঘটনার কারণে ২৭ জুন থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সরকার।
তবে ঈদযাত্রায় লাখো মানুষ মোটরসাইকেল ব্যবহার করেন। এ সব মোটরসাইকেল ব্যবহারকারীদের পদ্মা সেতু এড়িয়ে বাড়ি ফেলার সুযোগ করে দিতেই ফেরি সার্ভিস চালুর এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
কেএম/আরএ/
