হাসিনার মতোই একাত্তরে নেতাকর্মীদের ছেড়ে পালিয়েছিলেন শেখ মুজিব : তাজউদ্দিনকন্যা শারমিন

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের মেয়ে শারমিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের মেয়ে শারমিন আহমদ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে মন্তব্য করেছেন যে, ১৯৭১ সালের ২৫ মার্চ শেখ মুজিবুর রহমান তার নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে গিয়েছিলেন, যেভাবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাও দেশ ছেড়ে পালিয়েছেন।
শারমিন আহমদ বলেন, শেখ মুজিব গ্রেফতার হওয়ার আগে তাজউদ্দিন আহমদকে কোনো নির্দেশনাই দিয়ে যাননি। তিনি নেতাকর্মীদের ছেড়ে নিজের পরিবারকে নিরাপদ স্থানে রেখে পালিয়ে গিয়েছিলেন। এমনকি তিনি স্বাধীনতার ঘোষণাও দেননি এবং কোনো চেইন অব কমান্ডও নির্ধারণ করেননি।
তিনি আরও বলেন, শেখ মুজিব জানতেন যে ক্র্যাকডাউন হতে যাচ্ছে। এরপরও তিনি নেতাকর্মীদের কোনো নির্দেশনা না দিয়ে বলেন, ‘তোমরা যা করার করবে।’ সেই রাতে তাজউদ্দিন আহমদ শেখ মুজিবকে প্রশ্ন করেছিলেন, ‘পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে, যুদ্ধের মুখে জাতিকে ফেলে দিয়ে নেতা ধরা দিয়েছেন।’ কিন্তু শেখ মুজিব তখনও নির্দিষ্ট কোনো পরিকল্পনা দেননি।
শারমিন আহমদ আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এতদিন চাপা দিয়ে রাখা হয়েছে এবং অনেক সত্য এখনো বের হয়ে আসেনি। তিনি দাবি করেন, এই ইতিহাস বাদ দিয়ে সরকার শুধু ৭ মার্চ ও ২৬ মার্চের দিকেই নজর দিয়েছে এবং ১৯৭২ সালের দিকে চলে গেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার দেশত্যাগের পর জাতীয় চার নেতার পরিবারের সঙ্গে শেখ পরিবারের বিরোধ সামনে আসে। তাজউদ্দিন আহমদের ছেলে তানজীম আহমেদ সোহেল তাজ একাধিকবার অভিযোগ করেছেন যে, তাদের পরিবারকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করেছেন শেখ হাসিনা।
