মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ | ১১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

রাজধানীতে ঈদের দিন আনন্দ মিছিল ও দিনব্যাপী মেলার আয়োজন

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত

রাজধানীবাসীর ঈদকে আরো উৎসবমুখর করতে নানা কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এরই অংশ হিসেবে ঈদের দিন অনুষ্ঠিত হবে ‘ঈদ আনন্দ মিছিল’। ঈদগাহ মাঠের পাশে থাকবে মেলার আয়োজন।

রবিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ।

তিনি বলেন, ‘আমাদের ঈদে উৎসবের আমেজ নেই। টিভি প্রোগ্রাম দেখে কিংবা ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায় ঈদ। ঈদের জামাত ছাড়া কালেকটিভ কোনো কর্মসূচি নেই। এবারের ঈদকে নগরবাসীর জন্য আরো সুন্দর করতে আমরা কিছু উদ্যোগ নিয়েছি।

ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের বিষয়ে আমরা কমবেশি সবাই অবগত আছি। সুলতানি আমলে, পরবর্তীতে ব্রিটিশ আমলেও ঈদ মিছিলের আয়োজন করা হতো। এই সংস্কৃতিকেই এবার থেকে রিভাইভ করার উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।’
তিনি আরো বলেন, ‘এই উদ্যোগের অংশ হিসেবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে (বাণিজ্য মেলার পুরাতন মাঠ) ঈদের জামাত হবে।

ঠিক গ্রামের ঈদগাহের পাশে যেমন ছোট মেলা বসে, তেমনি মেলা থাকবে দিনব্যাপী। নামাজের পরে হবে ঈদ আনন্দ মিছিল। আনন্দ পূর্ণ ও বর্ণাঢ্য একটি মিছিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আয়োজনের কোনো অংশেই ধর্মীয় মূল্যবোধে আঘাত করে এমন কিছু থাকবে না। মিছিলটি জামাতের স্থান থেকে শুরু হয়ে সংসদ ভবনের সামনে এসে শেষ হবে।

উপদেষ্টা বলেন, ‘আসুন, নতুন বাংলাদেশে নতুনভাবে আমাদের ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। এবারের ঈদটা একসঙ্গে উদযাপন করি। নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে। অগ্রিম ঈদ মোবারক।’

 

Header Ad
Header Ad

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৫ নির্দেশনা

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে ১৫ দফা নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার, যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ নানা নির্দেশনা।

মঙ্গলবার (২৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. জিয়াউল হক মীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্দেশনাসমূহ:

১. সারাদেশে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

২. চুরি, ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ চেকপোস্ট বসানো হবে।

৩. সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাবের টহল বাড়ানো হবে।

৪. গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে বিজিএমইএ, বিকেএমইএ ও শিল্প পুলিশ সমন্বিত ব্যবস্থা নেবে।

৫. ঈদের কেনাকাটায় নিরাপত্তা নিশ্চিত করতে মার্কেটগুলোতে পুলিশ মোতায়েন ও সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক।

৬. গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা হবে, অনিয়ম ও চাঁদাবাজি কঠোরভাবে দমন করা হবে।

৭. যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

৮. যমুনা ও পদ্মা সেতুর টোলপ্লাজাগুলোতে দ্রুত টোল আদায়ে ইলেকট্রনিক টোল কালেকশন (ETC) ব্যবস্থা জোরদার করা হবে।

৯. যানজট প্রবণ ১৫৫টি স্পটে সিসি ক্যামেরা স্থাপন ও ড্রোনের মাধ্যমে মনিটরিং করা হবে।

১০. ঈদের আগে ও পরে সাত দিন প্রয়োজন ছাড়া পুলিশ মোটরযান থামাতে পারবে না।

১১. ঈদের তিন দিন আগে ও পরে নির্মাণ সামগ্রী বহনকারী ট্রাক ও লরি মহাসড়কে চলাচল করতে পারবে না।

১২. ঈদের আগে ও পরে পাঁচ দিন নদীতে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে।

১৩. দুর্ঘটনায় উদ্ধারকাজ পরিচালনায় ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও ডুবুরি দল প্রস্তুত থাকবে।

১৪. যানজট এড়াতে অকেজো যানবাহন দ্রুত সরিয়ে নিতে রেকার সার্ভিস প্রস্তুত রাখা হবে।

১৫. সড়কের শৃঙ্খলা রক্ষায় পুলিশের কন্ট্রোলরুম স্থাপন করা হবে, যা ৯৯৯ জরুরি সেবার সঙ্গে সংযুক্ত থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে বলা হয়েছে।

Header Ad
Header Ad

শপথ নিলেন আপিল বিভাগের নতুন দুই বিচারপতি

শপথ নিলেন আপিল বিভাগের নতুন দুই বিচারপতি। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সুপ্রিম কোর্টে নতুন দুই বিচারপতি একেএম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পাঠ করান।

শপথ শেষে, বিচারপতিরা তাদের শপথ পত্রে স্বাক্ষর করেন এবং বাংলাদেশের সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিরপেক্ষভাবে বিচার করার অঙ্গীকার করেন। এরপর, প্রধান বিচারপতির সঙ্গে একটি ফটোসেশনে অংশ নেন শপথ নেয়া দুই বিচারপতি। অনুষ্ঠানে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের সকল বিচারপতি, পাশাপাশি সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে, রাষ্ট্রপতির আদেশে আইন মন্ত্রণালয় তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৫(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে একেএম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুবকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি পদে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে, রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে তাদের নিয়োগ দিয়েছেন।

Header Ad
Header Ad

দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান । ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী। সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার জানে, জনগণও জানে। নানা গুজব ছড়ানো হচ্ছে; কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি।

সোমবার ঢাকা সেনানিবাসের সেনাপ্রাঙ্গণে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে (অফিসার্স অ্যাড্রেস) তিনি এ কথা বলেন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, সেনাপ্রধান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নানা ধরনের অপপ্রচার, গুজব, উসকানিমূলক বক্তব্যসহ বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন। ঢাকার বাইরের সেনা কর্মকর্তারা অনলাইন মাধ্যমে এ আয়োজনের সঙ্গে যুক্ত হন।

সূত্র জানায়, কর্মকর্তা ও সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেনাবাহিনীর প্রধান বলেন, বর্তমান পরিস্থিতিতে যে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে সেনাবাহিনী কাজ করছে, সেটি দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে। তিনি সবাইকে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো উসকানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, এমন কিছু করা যাবে না, যাতে উসকানিদাতাদের লক্ষ্য অর্জিত হয়।

ভুল তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, নানা গুজব ছড়ানো হচ্ছে; কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি। অনেকে নানা ভুল তথ্য, অপতথ্য নানাভাবে ছড়াচ্ছে, এতে বিভ্রান্ত হওয়া যাবে না। পরিস্থিতি সামলাতে হবে ধৈর্যের সঙ্গে। সেনাবাহিনীর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার দেশ ও দেশের জনগণ।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সামনে ঈদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে। যদি কোনো কারণে কোথাও আইনশৃঙ্খলার অবনতি হয়, কঠোরভাবে সেটি নিয়ন্ত্রণ করতে হবে।

গত সপ্তাহে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফরের প্রসঙ্গ উল্লেখ করে সেনাপ্রধান বলেন, জাতিসংঘ মহাসচিব শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন। ৫ আগস্ট–পরবর্তী পরিস্থিতি যেভাবে সেনাবাহিনী সামলেছে, সে বিষয়েও সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব।

জাতিসংঘ মহাসচিবের সফরকালে কক্সবাজারে এক লাখ রোহিঙ্গার ইফতার আয়োজনে সহযোগিতার জন্য সেনাপ্রধান রামু সেনানিবাসকে ধন্যবাদ জানান।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটারস সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ বিষয়ে সেনাপ্রধান বলেন, যুক্তরাষ্ট্রের সিনেটর সেনাবাহিনীর কাজে সন্তোষ প্রকাশ করেছেন।

জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পাশে থাকার কথা উল্লেখ করে সেনাপ্রধান বলেন, গত রোববার ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৫ নির্দেশনা
শপথ নিলেন আপিল বিভাগের নতুন দুই বিচারপতি
দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি: সেনাপ্রধান
১৩তম এনোবল এওয়ার্ড পেলেন মাওলা সোহরাব হোসাইন আতিকী  
আন্দোলনরত পোশাক শ্রমিকদের সচিবালয় অভিমুখে যাত্রা, পুলিশের বাধা
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
কন্যা সন্তানের বাবা হলেন ক্রিকেটার কে এল রাহুল
বাংলাদেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি: প্রধান উপদেষ্টা
এবার পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি
আজ বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ ম্যাচ, যেভাবে দেখবেন
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে বড় নিয়োগ, পদ ১৩৩০
মার্কিন পররাষ্ট্র দপ্তরে আবারও বাংলাদেশ প্রসঙ্গ, যা বললেন মুখপাত্র
সাত বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা
ঢাবির বিজ্ঞান ইউনিট ভর্তিতে ৯৪ শতাংশ শিক্ষার্থী ফেল    
‘বড় ভাই’ ভারতকে হারাতে চান হামজা-জামালরা    
ঈদের ছুটি ও বেতনের দাবিতে শ্রমিকদের সাভারে মহাসড়ক অবরোধ  
গোল করে আর্জেন্টিনাকে হারানোর ঘোষণা রাফিনিয়ার  
গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত  
আজ সারাদেশে ১ মিনিটের ব্ল্যাকআউট  
জন্মদিনে তামিমের জন্য দোয়া চাইলেন সাকিব