৯ এপ্রিল থেকে দেশে স্টারলিংক ইন্টারনেটের ব্যবহার শুরু

ছবি: সংগৃহীত
বাংলাদেশে প্রথমবারের মতো স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হতে যাচ্ছে আগামী ৯ এপ্রিল। এ উপলক্ষে ঢাকায় চার দিনব্যাপী একটি বিনিয়োগ সম্মেলনের আয়োজন করা হয়েছে, যা ৭ এপ্রিল থেকে শুরু হবে। সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। এই সম্মেলনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, ভারত এবং চীনের বিনিয়োগকারীরা অংশগ্রহণ করবেন।
চৌধুরী আশিক মাহমুদ জানান, স্টারলিংক ইন্টারনেটের সেবা ব্যবহার করে ৯ এপ্রিল থেকে সম্মেলনের ইভেন্টগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে। এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ৯০ দিন পর।
সম্মেলনের প্রথম দুই দিন বিদেশি বিনিয়োগকারীরা দেশের জাতীয় অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রামের মিরসরাই ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপান অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন।
আশিক মাহমুদ বলেন, “বর্তমানে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) ১ বিলিয়ন ডলারের কম, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। বিনিয়োগ পরিবেশের উন্নতি করে এটি দশগুণ বাড়ানোর লক্ষ্য রয়েছে।”
এবারের সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক, কৃষি, স্বাস্থ্য এবং হালকা প্রকৌশল খাত প্রাধান্য পাবে। এ ছাড়া আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
চৌধুরী আশিক মাহমুদ জানান, ২৬ মার্চ প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি চীনে যাবেন এবং সেখানে দুই শতাধিক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করবেন। আশা করা হচ্ছে, এতে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এবং উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
