পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ১৬

ছবি: সংগৃহীত
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান জেলার আফগানিস্তান সীমান্তের কাছে সংঘর্ষে অন্তত ১৬ জন জঙ্গি নিহত হয়েছেন। রবিবার (২৩ মার্চ) রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।
পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, উত্তর ওয়াজিরিস্তানের গোলাম খান কাল্লে এলাকায় একদল জঙ্গি আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশের চেষ্টা করছিল। নিরাপত্তা বাহিনী সেই অনুপ্রবেশ রুখে দেয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময় হয়, যেখানে ১৬ জঙ্গি নিহত হয়। পাকিস্তান সেনাবাহিনী এই জঙ্গিদের তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সদস্য বলে দাবি করেছে এবং তাদের ‘খোয়ারিজ’ হিসেবে আখ্যায়িত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, দেশের সীমানা সুরক্ষিত রাখতে ও সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। এ ঘটনার পর পাকিস্তান কাবুলের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে আফগানিস্তানের মাটি ব্যবহার করে কোনো জঙ্গি গোষ্ঠী পাকিস্তানে হামলা না চালাতে পারে।
পাকিস্তান সেনাবাহিনী আশা করছে, তালেবান সরকার তাদের দায়িত্ব পালন করবে এবং জঙ্গিদের হামলা রুখতে পদক্ষেপ নেবে। তবে তালেবান সরকার বরাবরই পাকিস্তানের এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
(সূত্র: জিও টিভি, রয়টার্স)
