নামাজরত বাবাকে ছুরিকাঘাতে হত্যা করল ছেলে

ছবিঃ সংগৃহীত
নামাজরত অবস্থায় ছুরিকাঘাতে নিজ বাবাকে হত্যা করেছে চুয়াডাঙ্গায় এক কিশোর। জানা যায় বাবা দোদুল হোসেন রিন্টু ছেলে রিফাতের কাছ থেকে মোবাইল কেড়ে নেয়ায় এ ঘটনা ঘটায়।
মোবাইলে গেমস খেলতে বাধা দেয়ায় নামাজরত বাবাকে ছুরিকাঘাতে হত্যা করেছে চুয়াডাঙ্গায় এক কিশোর। মোবাইল কেড়ে নেয়ায় হাফেজ ছেলে রিফাত হোসেনের ছুরিকাঘাতে নামাজরত অবস্থায় বাবা দোদুল হোসেন রিন্টু নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত দোদুলের মেয়ে মোছা. ঋতু জানান, তার ভাই রিফাত মোবাইল আসক্ত হয়ে পড়েছিল। মোবাইলে কোনো গেম না খেললেও সবসময় মোবাইল নিয়ে বসে থাকতো। এ নিয়ে বাবা তাকে নিষেধ করতেন। শনিবার ভোরে নামাজের পর ৬টার দিকে দোদুল হোসেন রিফাতের মোবাইল ফোনটি কেড়ে নেন। এতে রিফাত ক্ষুব্ধ হয়।
স্থায়ীয়দের সাথে কথা বলে জানা যায়, শনিবার রাত পৌনে ৮টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ায় তারাবির নামাজরত অবস্থায় পেছন থেকে বাবাকে ছুরিকাঘাত করে ছেলে রিফাত। এসময় স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের সার্জারি বিভাগে নেয়ার কিছু সময়ের মধ্যে দোদুল হোসেনের মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, ছেলের হাতে বাবা খুন হয়েছে জানার পর তারা ঘটনাস্থলে যান।
নিহত দোদুলের বন্ধু ইন্তাজ আলী বলেন, ‘দোদুল আমাদের পাড়ার সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন। তার ছেলেও ভালো ও ভদ্র ছিল। সে একজন হাফেজও। মাদ্রাসায় লেখাপড়া করে, কিন্তু রিফাত যে এমন কাণ্ড ঘটাবে, তা অকল্পনীয়। ছেলের হাতে বন্ধুকে খুন হতে হবে, তা কখনো ভাবতেও পারিনি।’
