প্রধান উপদেষ্টার চীন সফর হবে মাইলফলক : চীনা রাষ্ট্রদূত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: সংগৃহীত
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আশা প্রকাশ করেছেন যে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফর দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে মাইলফলক হয়ে উঠবে। আজ রবিবার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আগামী ২৬ মার্চ ড. মুহাম্মদ ইউনূস তিনদিনের সফরে চীন যাচ্ছেন। এ সফরকে সামনে রেখে পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে তিনি বলেন, প্রধান উপদেষ্টার চীন সফরকে সফল ও গঠনমূলক করার জন্য উভয় পক্ষই কাজ করে যাচ্ছে।
ইয়াও ওয়েন আরও জানান, এ বছর বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে। এ বিশেষ উপলক্ষে প্রধান উপদেষ্টার সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দুই দেশের সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা এবং সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন চীনা রাষ্ট্রদূত।
