বিদেশিদের কাছে নালিশ করে লাভ হবে না: পররাষ্ট্রমন্ত্রী

বিদেশিদের কাছে নালিশ-টালিশ করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
রবিবার (১৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।
আজই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করে।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশিদের কাছে গিয়ে কোনো লাভ নেই। তার চেয়ে তৃণমূলের কাছে যাওয়া উচিৎ। তারা ভোট দেবে।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বিদেশিরা তো কোনো ভোট দেবে না। তাই বিদেশিদের কাছে কোনো নালিশ টালিশ করে কোনো লাভ নেই।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমস্ত্রী বলেন, ‘আমরা নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার করতে চাই। যুক্তরাষ্ট্রও তাই চায়। এ নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই।’
আমেরিকা আমাদের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায় জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সে কারণে তারা একজন রাষ্ট্রদূতকে পাঠিয়েছেন যার ইকোনমির উপর ৩০ বছরের অভিজ্ঞতা রয়েছে। আমরা চাই তিনি ইকোনমিক ইস্যুতে জোর দেবেন।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে ড. মোমেন আরও বলেন, আমরা তাদের বলেছি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য আমরা বায়োমেট্রিক ভোটার তালিকা করেছি। আমরা স্বচ্ছ ব্যালট বাক্স বানিয়েছি। স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করেছি। নির্বাচন কমিশনই নির্বাচন করবে।
যুক্তরাষ্ট্র সফর থেকে বাংলাদেশ কী পেল এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে দুই দেশেরই একই স্পিরিট।
গত ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করেন ড. মোমেন। বৈঠক শেষে ১৩ এপ্রিল ঢাকায় ফেরেন তিনি।
আরইউ/এমএমএ/
