‘গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পশ্চিমা বিশ্বের কারণে পাওয়া যায়নি’

বাঙালির উপর ১৯৭১ সালে পাকিস্তানি গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ার পেছনে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের ভূমিকা রয়েছে বলে মনে করে সরকার।
শনিবার (২৫ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় গণহত্যা দিবসের সেমিনারে এমন অভিযোগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক।
গণহত্যায় প্রত্যক্ষ মদদ দেওয়া দেশগুলোই এখন বিভিন্ন দেশে গণতন্ত্র ও মানবাধিকারের ছবক দিয়ে বেড়াচ্ছে অভিযোগ করে তারা বলেন, এক রাতেই পাকিস্তান সেনার গুলিতে প্রাণ হারায় প্রায় ৩৫ হাজার নিরীহ বাঙালি। তবে ৭১-এ ভয়াল গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি এখনো পাওয়া যায়নি।
সেমিনারে মূল বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণহত্যা বিশেষজ্ঞ প্যাট্রিক বারজেস বলেছেন, বাংলাদেশে গণহত্যার বিষয়টি মহলে কেন আলোচিত নয় সে বিষয়টি তাকে বিস্মিত করে। ২৫ মার্চের গণহত্যাকে বিশ্ববাসীর গুরুত্বের সঙ্গে দেখে স্বীকৃতি দেওয়া উচিত বলে মনে করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মিলছে না কারণ আন্তর্জাতিক পরাশক্তিগুলোর এতে সম্পৃক্ততা ছিল। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো দেশগুলোর বাংলাদেশের বিপক্ষে থাকলেও বিশ্বের মানুষ পক্ষে ছিল।
আরইউ/এমএমএ/
