বগুড়ায় ধর্মঘট প্রত্যাহার, আট ঘণ্টা পর ২২ রুটে বাস চলাচল শুরু

বগুড়ায় বিভিন্ন রুটে বাস চলাচল শুরু। ছবি: সংগৃহীত
বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতার ওপর হামলার প্রতিবাদে চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এর ফলে বগুড়ার সঙ্গে দেশের বিভিন্ন জেলার ২২টি রুটে বাস এবং মিনিবাস চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।
মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল হামিদ (মিটুল) এবং সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ (মিঠু) বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় একটি শ্রমিক সমাবেশে প্রশাসনকে তিন দিনের সময় দিয়ে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। এর পরই যানবাহন চলাচল শুরু হয়।
সমাবেশে সৈয়দ কবির আহমেদ বলেন, ‘‘মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতার ওপর অন্যায়ভাবে হামলা করা হয়েছে। এর প্রতিবাদে ধর্মঘট পালন করা হয়। প্রশাসন আমাদের সাথে যোগাযোগ করার কথা বললেও, এখনও পর্যন্ত তারা কোনো পদক্ষেপ নেয়নি।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা আমাদের শ্রমিকদের সম্মান চাই। প্রশাসনের সাথে আলোচনা করতে প্রস্তুত, তবে আমাদের সম্মান রেখে সমস্যা সমাধান করতে হবে।’’
ঘটনার সূত্রপাত হয় বুধবার বগুড়ায়, যখন একটি অটোরিকশা নিয়ে বাগ্বিতণ্ডার পর শহরের স্টেশন সড়কে মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতার ওপর হামলা করা হয়। হামলায় গুরুতর আহত হন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং সদস্য হযরত আলী।
বগুড়ার ট্রাফিক পরিদর্শক মো. সালেকুজ্জামান জানিয়েছেন, ধর্মঘট প্রত্যাহারের পর থেকে বেলা ১টা থেকে বাস চলাচল শুরু হয়েছে। বগুড়া বাস-মিনিবাস-কোচ পরিবহন মালিক সমিতির চেয়ারম্যান ফজলুর রহমান তালুকদারও একই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ধর্মঘটের কারণে বগুড়া থেকে ঢাকাসহ দেশের অন্যান্য রুটে বাস চলাচল বন্ধ ছিল, ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। শ্রমিকদের দাবির ব্যাপারে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দীন জানিয়েছেন, এ ঘটনায় রতন নামে একজনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
