বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ | ৬ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ভারতে সাজা ভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ২১ জন    

ছবিঃ সংগৃহীত

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া শিশুসহ ২১ জন বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর যশোরেরে বেনাপোল বন্দর দিয়ে দেশে ফিরেছেন।

বুধবার (২০ মার্চ ২০২৫) সন্ধ্যায় তার দেশে ফেরেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভুঁইয়া। তিনি বলেন, অবৈধভাবে ভারতে যাওয়ায় তারা গ্রেপ্তার হয়। তাদের সাজার মেয়াদ শেষ হলে বুধবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। ইমিগ্রেশনের কার্যক্রম শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। পোর্ট থানায় আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য দুটি এনজিও সংস্থা গ্রহণ করবে।

ফেরত আসা নারী-শিশুরা যশোর, সাতক্ষীরা, খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা। রাইটস যশোর ১০ জনের এবং জাস্টিস অ্যান্ড কেয়ার ১১ জনের আইনি সহায়তা দেবে।

 

Header Ad
Header Ad

খুলনা থেকে উদ্ধার হলেন নবাবগঞ্জের নিখোঁজ বিএনপি নেতা আজাদুল হাই পান্নু

আজাদুল হাই পান্নু। ছবি: সংগৃহীত

দুই মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকার পর ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল হাই পান্নুকে খুলনা শহর থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) ভোরে পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম।

পুলিশের এই কর্মকর্তা জানান, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ব্যক্তিগত কারণে অভিমান করে আত্মগোপনে ছিলেন আজাদুল হাই পান্নু। উদ্ধারের পর তাকে তার পরিবারের ও রাজনৈতিক সহকর্মীদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ ও ভালো আছেন।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি বাসা থেকে বের হওয়ার পর থেকে বিএনপি নেতা আজাদুল হাই পান্নুর মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর ১০ জানুয়ারি তার ছেলে বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু দীর্ঘ সময়েও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

১৫ মার্চ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে আজাদুল হাই পান্নুর সন্ধান নিশ্চিত করার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানান। একই দাবিতে বুধবার নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

আজাদুল হাই পান্নুর নিরাপদে ফিরে আসার খবরে পরিবার এবং দলীয় সহকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Header Ad
Header Ad

স্থানীয় নির্বাচন দিয়ে প্রশাসনের স্বচ্ছতা যাচাইয়ে পরীক্ষা হোক: হাসনাত আবদুল্লাহ

গণ-ইফতার অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

প্রশাসনিক সংস্কার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন হবে না বলে মত প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছেন এবং বলেছেন, এই নির্বাচনগুলোর মাধ্যমে প্রশাসনের স্বচ্ছতা পরীক্ষা করা যেতে পারে।

বুধবার (১৯ মার্চ) কুমিল্লা শহরতলির শাসনগাছা বাস টার্মিনালে এক গণ-ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ এসব মন্তব্য করেন। এনসিপির কুমিল্লা জেলা শাখা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ২৪-এর শহীদ ও আহত গাজিদের স্মরণে এই গণ-ইফতার এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

হাসনাত বলেন, "আপনারা দেখেছেন, গত তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, ভোট দিয়েছে প্রশাসন। আওয়ামী প্রশাসনের অধীনে কোনো ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন সম্ভব নয়। এই প্রশাসনের সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না।" তিনি আরো বলেন, "যতক্ষণ না প্রশাসন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম হচ্ছে, ততক্ষণ আমরা আশ্বস্ত হতে পারছি না। আমরা চাই, স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে প্রশাসনের স্বচ্ছতার পরীক্ষা হোক।"

তিনি সরকারের বিরুদ্ধে বলেন, "আমরা ছাত্র-নাগরিকরা এক সময়ে তাজা রক্ত ঢেলে দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি। আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার ষড়যন্ত্র চলছে। বিদেশে বসে ষড়যন্ত্র করা হচ্ছে, কিছু রাজনৈতিক দলও এটি করতে চাইছে। আমরা সতর্ক করে দিচ্ছি, আওয়ামী লীগ এবং এনসিপি একসাথে থাকতে পারে না।"

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, "আমরা যাদের বিরুদ্ধে লড়াই করছি, তাদের যদি পুনর্বাসন করার চেষ্টা করা হয়, তাদের পরিণতি হবে ভিন্ন কিছু নয়। ৫ আগস্ট পরবর্তী সময়ে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে, তাদের একই ফলাফল হবে।"

এনসিপির এই নেতা স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। "প্রয়োজনে ধাপে ধাপে উপজেলা নির্বাচন আয়োজন করুন, এবং প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করুন।" তিনি চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

গণ-ইফতার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার আহ্বায়ক সাকিব হোসাইন, মহানগরের আহ্বায়ক আবু রায়হান, সদস্যসচিব রাশেদুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Header Ad
Header Ad

আসিফ নজরুলের হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ তুললেন ইলিয়াস হোসাইন

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল ও বাংলাদেশি সাংবাদিক ও ইউটিউবার আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

বাংলাদেশি সাংবাদিক ও ইউটিউবার ইলিয়াস হোসাইন একুশে টেলিভিশনের প্রোগ্রাম “ফ্যাক্ট চেক” এ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, আসিফ নজরুল বর্তমানে এক হাজার কোটি টাকার মালিক, যদিও তিনি তা স্বীকার করেন না।

ইলিয়াস হোসাইন বলেছেন, “যদি আপনি আইন মন্ত্রণালয় দেখেন, বিশেষ করে গাজীপুরের মতো জায়গায়, সেখানে একজন বিচারক একজন পুলিশ কনস্টেবলকে জামিন দিয়েছিলেন, যিনি সরাসরি ভিডিও ফুটেজে একজন ছাত্রকে গুলি করেছিল। ওই বিচারককে তার নিজস্ব সুপারিশে সেখানে বসানো হয়েছে।”

ইলিয়াসের মতে, আসিফ নজরুলের কর্মকাণ্ড এবং তার অজানা দিকগুলো প্রকাশ্যে আনা জরুরি। তিনি আরও বলেন, “এই সাত-আট মাসে আসিফ নজরুল কোথায় কোথায় ধান্দাবাজি করেছেন, এসব নিয়ে প্রোগ্রামটি শিগগিরই প্রকাশ হবে।”

এছাড়া ইলিয়াস হোসাইন “প্রথম আলো” পত্রিকাকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেছেন, এই পত্রিকা বাংলাদেশে জঙ্গি উৎপাদনের সাথে জড়িত। তার মতে, “আজকে সাত মাস হয়েছে, বাংলাদেশে কোনো জঙ্গি নেই, কোনো গ্রেনেড হামলা হয় না, উদিচি বা ছায়ানটের মতো জায়গায় কোনো সন্ত্রাসী কার্যকলাপ নেই।”

তিনি আরও যোগ করেন, “এটা আমাদের সমাজের জন্য ভালো, কারণ মানুষের প্রতিদিনই সমাবেশ হচ্ছে, কোনো সন্ত্রাসী কার্যকলাপ নেই।”

ইলিয়াস হোসাইনের এইসব মন্তব্য এবং অভিযোগ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে আসিফ নজরুল বা প্রথম আলোর পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

খুলনা থেকে উদ্ধার হলেন নবাবগঞ্জের নিখোঁজ বিএনপি নেতা আজাদুল হাই পান্নু
স্থানীয় নির্বাচন দিয়ে প্রশাসনের স্বচ্ছতা যাচাইয়ে পরীক্ষা হোক: হাসনাত আবদুল্লাহ
আসিফ নজরুলের হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ তুললেন ইলিয়াস হোসাইন
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মিথ্যা তথ্যে চাকরির অভিযোগে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের মামলা
জি এম কাদেরের বিরুদ্ধে চাঁদাবাজি ও অর্থ পাচারের অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু
বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ ৭ বছর রেখে আইন পাস
অবশেষে বোলিং পরীক্ষায় পাস করলেন সাকিব আল হাসান
ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশ সঠিক পথে থাকবে: আমীর খসরু
বগুড়ায় ধর্মঘট প্রত্যাহার, আট ঘণ্টা পর ২২ রুটে বাস চলাচল শুরু
অস্ট্রেলিয়ার ভিসা এখন ঢাকাতেই, আর নয় দিল্লি যাত্রা
অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে রহস্যময় ফেনা, গায়ে লাগলেই অসুস্থ
৫৮ কোটি রুপি পুরস্কার পাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দল
পটুয়াখালীতে ধর্ষণের শিকার শহীদ কন্যার পরিবারের পাশে নাহিদ ইসলাম
ইসরায়েলের কাছে মানবতার কোনও মূল্য নেই: প্রিয়াঙ্কা গান্ধী
টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত
বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র  
টানা ৩ দিন সারা দেশে ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির সম্ভাবনা
সব মামলায় খালাস তারেক রহমান, দেশে ফিরতে বাধা নেই
সুখী দেশের তালিকায় যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন থেকেও পিছিয়ে বাংলাদেশ  
ড্যাপ সংশোধনের সিদ্ধান্ত স্থগিত