অস্ট্রেলিয়ার ভিসা এখন ঢাকাতেই, আর নয় দিল্লি যাত্রা

ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার ভিসার জন্য আর নয় দিল্লি সফরের ঝামেলা। এখন থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রসেসের কাজ সম্পন্ন হবে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকেই। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে ফোনালাপে এই সিদ্ধান্তের কথা জানান।
পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এ তথ্য উপস্থাপন করেন। তিনি জানান, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে, যার ফলে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া সহজতর হবে।
জানা গেছে, গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বাংলাদেশ সফরে আসেন। সে সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান। অবশেষে সেই অনুরোধ বাস্তবায়িত হলো।
এর আগে, বাংলাদেশি নাগরিকদের অস্ট্রেলিয়ার ভিসা আবেদন প্রসেসের কাজ সম্পন্ন হতো নয়াদিল্লি থেকে। নতুন এই সিদ্ধান্তের ফলে ভ্রমণ, শিক্ষা ও অন্যান্য কাজে অস্ট্রেলিয়া যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পাওয়া এখন হবে আরও সহজ ও দ্রুত।
