ইসরায়েলের কাছে মানবতার কোনও মূল্য নেই: প্রিয়াঙ্কা গান্ধী

প্রিয়াঙ্কা গান্ধী। ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক রাতেই ৪০০ জনেরও বেশি নারী ও শিশুকে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। ইসরায়েলের এই নৃশংস হামলাকে "ঠাণ্ডা মাথার খুন" বলে উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েলের কাছে মানবতার কোনো মূল্য নেই।
ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (২০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু। মূলত ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য হিসেবে সর্বভারতীয় কংগ্রেস কমিটির (এআইসিসি) সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন প্রিয়াঙ্কা গান্ধী।
বুধবার কংগ্রেসের এই সংসদ সদস্য বলেন, ইসরায়েলি সরকারের ৪০০ জনেরও বেশি নিরীহ বেসামরিক নাগরিকের “ঠান্ডা মাথায়” হত্যাকাণ্ড প্রমাণ করে যে, তাদের কাছে মানবতা কোনও মূল্য নেই। তিনি জোর দিয়ে বলেছেন, তারা (ইসরায়েল) যত বেশি অপরাধমূলক কাজ করে, তত বেশি তারা নিজেদেরকে “কাপুরুষ” হিসেবে প্রকাশ করে।
মঙ্গলবার ভোরে গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পর এই মন্তব্য করলেন প্রিয়াঙ্কা গান্ধী। চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে সেদিন এই হামলা চালায় ইসরায়েল।
এ মন্তব্য করার পর প্রিয়াঙ্কা গান্ধী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেন, “ইসরায়েলি সরকার ১৩০ জন শিশুসহ ৪০০ জন নিরীহ মানুষের ঠাণ্ডা মাথার হত্যাকাণ্ড ঘটিয়েছে, যা প্রমাণ করে তাদের কাছে মানবতা কোনো মূল্য রাখে না। বিশ্বের সকল বিবেকবান মানুষ, বিশেষ করে পশ্চিমা দেশগুলো, ফিলিস্তিনি জনগণের এই গণহত্যায় তাদের যোগসাজশ অস্বীকার করলেও, প্রকৃত ঘটনা একদিন সবাই বুঝবে।”
এছাড়া, প্রিয়াঙ্কা গান্ধী ফিলিস্তিনি জনগণের সাহসিকতার প্রশংসা করে বলেন, “তারা অকল্পনীয় দুর্ভোগ সহ্য করেছে, তবুও তাদের মনোবল এখনো দৃঢ় এবং অটল।”
The cold blooded murder of over 400 innocent civilians including 130 children by the Israeli government, shows that humanity means nothing to them.
— Priyanka Gandhi Vadra (priyankagandhi) March 19, 2025
Their actions reflect an inherent weakness and inability to face their own truth.
Whether western powers choose to recognise…
এ রায় দেওয়ার পর, প্রিয়াঙ্কা গান্ধী ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরায়েলের এই হামলার নিন্দা জানাতে আহ্বান জানান।
