পটুয়াখালীতে ধর্ষণের শিকার শহীদ কন্যার পরিবারের পাশে নাহিদ ইসলাম

পটুয়াখালীতে ধর্ষণের শিকার শহীদ কন্যার পরিবারের পাশে নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
পটুয়াখালীর দুমকি উপজেলায় পুলিশি গুলিতে নিহত শহীদের ১৭ বছর বয়সী মেয়েকে ধর্ষণের ঘটনায় নির্যাতিত পরিবারের পাশে দাঁড়াতে পটুয়াখালী পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে তিনি পটুয়াখালী পৌঁছান। এনসিপির নির্বাহী কমিটির যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নাহিদ ইসলাম তার সফরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শহীদ কন্যার খোঁজখবর নেবেন। পাশাপাশি তিনি ভুক্তভোগী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পটুয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৮ মার্চ সন্ধ্যায় ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদের মেয়েকে পটুয়াখালীর দুমকি উপজেলায় রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ মূল অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করতে সক্ষম হলেও আরেকজন এখনো পলাতক রয়েছে।
নাহিদ ইসলামের এই সফর এবং তার পদক্ষেপে ভুক্তভোগী পরিবার কিছুটা সাহস পাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এলাকাবাসী ও মানবাধিকার সংগঠনগুলো ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
