এবার খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ খান, থাকছেন আল্লু অর্জুন!

শাহরুখ খান ও আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত
ক্যারিয়ারের শুরুতেই খলনায়ক চরিত্রে অভিনয় শুরু করেছিলেন শাহরুখ খান। তার প্রথম বড় সাফল্য ছিল ‘বাজিগর’ সিনেমার নেতিবাচক চরিত্র, যেখানে তার দুর্দান্ত অভিনয় তাকে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর থেকে কখনও একেবারে সাধারণ নায়ক হিসেবে পর্দায় দেখা যায়নি তাকে। দীর্ঘ সময় পর, আবারও খলনায়ক হিসেবে ফিরছেন বলিউডের বাদশা শাহরুখ খান।
এবার শোনা যাচ্ছে, শাহরুখকে দক্ষিণী সিনেমা-তে খলনায়ক হিসেবে দেখা যাবে। তাকে এমন চরিত্রে নিয়ে আসছেন ‘পুষ্পা’ পরিচালক সুকুমার।

এই সিনেমায় শাহরুখ খানকে গ্রামের মেঠো চরিত্রে দেখা যাবে, যেখানে তিনি অ্যান্টি-হিরো চরিত্রে অভিনয় করবেন। ছবিটি একটি গ্রামীণ রাজনৈতিক অ্যাকশন ড্রামা, যেখানে শাহরুখ এবং পুষ্পারাজ (আল্লু অর্জুন) একসাথে পর্দায় উপস্থিত হবেন।
প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখের খলনায়ক চরিত্রটি নতুন ধরণের ভিলেন ভার্সেস ভিলেন লড়াই নিয়ে আসবে, যা দর্শকদের জন্য নতুন এক চমক হতে পারে। অনেকেই সামাজিক মাধ্যমে আলোচনা করছেন, শাহরুখের ‘ডন’ কিংবা ‘রইস’-এর মতো ভয়ংকর চরিত্র আল্লু অর্জুনের ‘পুষ্পা’ স্টাইলের সঙ্গে কীভাবে পর্দায় ঝড় তুলবে, তা নিয়ে।

তবে এটা প্রথম নয়, এর আগেও শাহরুখ খান দক্ষিণী পরিচালকদের ছবিতে কাজ করেছেন। তিনি মণিরত্নম-এর ‘দিল সে’ এবং অ্যাটলি-এর ‘জাওয়ান’ ছবিতে অভিনয় করেছেন। এ কারণে দক্ষিণী সিনেমার সাথে তার সম্পর্ক নতুন নয়, বরং তার ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ অংশ। এখন অপেক্ষা, শাহরুখ খান ও আল্লু অর্জুনের এই জুটির সিনেমা পর্দায় কতটা সাড়া ফেলে।
