অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে রহস্যময় ফেনা, গায়ে লাগলেই অসুস্থ

অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে রহস্যময় ফেনা দেখা গেছে। ছবি: সংগৃহীত
দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলীয় শহর এডিলেডের সমুদ্র সৈকতে রহস্যময় বিষাক্ত ফেনার দেখা মিলেছে, যা মানুষকে অসুস্থ করে ফেলছে। গত কয়েক দিনে ১০০ জনেরও বেশি সার্ফার অসুস্থ হয়ে পড়েছেন এই ফেনার প্রভাবে।
ফেনার কারণে শুধু মানুষ নয়, হাজারো সামুদ্রিক প্রাণীও মৃত অবস্থায় উপকূলে ভেসে আসছে। সীড্রাগন, মাছ, অক্টোপাসসহ নানা প্রজাতির প্রাণী এই বিষাক্ত ফেনার শিকার হয়ে মারা গেছে। ফেনার প্রভাবে অসুস্থ হওয়া সার্ফাররা চোখ চুলকানো, জ্বর, কাশি, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গে আক্রান্ত হচ্ছেন।
এ পরিস্থিতি মোকাবেলায় দক্ষিণ অস্ট্রেলিয়ার কিছু জনপ্রিয় সৈকত, যেমন ওয়েটপিঙ্গা এবং পারসন্স, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ফেনার নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করছে।
বিশেষজ্ঞদের মতে, সামুদ্রিক তাপপ্রবাহ, গরম তাপমাত্রা এবং স্থির জলরাশীর কারণে এ ধরনের বিষাক্ত ফেনার সৃষ্টি হতে পারে। এই ধরনের পরিবেশগত বিপর্যয় আগে কখনো এই অঞ্চলে দেখা যায়নি।
স্থানীয় সার্ফার অ্যান্থনি রোল্যান্ড বলেন, "সৈকতে ভেসে আসা মৃত সামুদ্রিক প্রাণী ও ফেনার অদ্ভুত রঙ দেখে আমি নিশ্চিত যে, পানিতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে।" রোল্যান্ডের পোস্ট করা ছবিতে সৈকতের পাথরে ফেনা এবং বালির ওপর সাপের মতো রঙিন রেখা তৈরি হতে দেখা যায়, যা পরিস্থিতির রহস্যকে আরও ঘনীভূত করেছে।
এদিকে, সৈকতের পানিতে নেমে শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়ার কারণে রোল্যান্ডও অসুস্থ হয়ে পড়েন। ফলে, এই রহস্যময় ফেনার ব্যাপারে স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
