এখনো গণতন্ত্রের দিশা খুঁজে পাচ্ছি না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী। ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদমুক্ত পরিবেশ পেলেও এখনো গণতন্ত্রের দিশা খুঁজে পাওয়া যায়নি। গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই তাদের মূল আকাঙ্ক্ষা। বুধবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বিএনপির ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।
মির্জা ফখরুল বলেন, “এই মুহূর্তে ঐক্য অত্যন্ত প্রয়োজন। আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যাগুলো নিরসন করতে হবে। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে দলের ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “গণতন্ত্রের পথে যাওয়ার বিকল্প নেই। জনগণের নির্বাচিত সরকার গঠন করা প্রয়োজন এবং তারা প্রয়োজনীয় সংস্কার করবে। বিভিন্ন খাতের সংস্কার প্রস্তাব ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে।”
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, “বাংলাদেশ একটি পরীক্ষার মধ্যে অগ্রসর হচ্ছে। সকল শ্রেণির মানুষের ঐক্যবদ্ধ লড়াই স্বৈরাচারের বিরুদ্ধে সফল হয়েছে। জাতীয় ঐক্যই ভবিষ্যৎ বিনির্মাণের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।” তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্ব, টেকসই গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার চারটি পয়েন্টে জাতীয় ঐক্যের ডাক দেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ, জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রমুখ। দোয়া পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
