আসিফ নজরুলের হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ তুললেন ইলিয়াস হোসাইন

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল ও বাংলাদেশি সাংবাদিক ও ইউটিউবার আসিফ নজরুল। ছবি: সংগৃহীত
বাংলাদেশি সাংবাদিক ও ইউটিউবার ইলিয়াস হোসাইন একুশে টেলিভিশনের প্রোগ্রাম “ফ্যাক্ট চেক” এ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, আসিফ নজরুল বর্তমানে এক হাজার কোটি টাকার মালিক, যদিও তিনি তা স্বীকার করেন না।
ইলিয়াস হোসাইন বলেছেন, “যদি আপনি আইন মন্ত্রণালয় দেখেন, বিশেষ করে গাজীপুরের মতো জায়গায়, সেখানে একজন বিচারক একজন পুলিশ কনস্টেবলকে জামিন দিয়েছিলেন, যিনি সরাসরি ভিডিও ফুটেজে একজন ছাত্রকে গুলি করেছিল। ওই বিচারককে তার নিজস্ব সুপারিশে সেখানে বসানো হয়েছে।”
ইলিয়াসের মতে, আসিফ নজরুলের কর্মকাণ্ড এবং তার অজানা দিকগুলো প্রকাশ্যে আনা জরুরি। তিনি আরও বলেন, “এই সাত-আট মাসে আসিফ নজরুল কোথায় কোথায় ধান্দাবাজি করেছেন, এসব নিয়ে প্রোগ্রামটি শিগগিরই প্রকাশ হবে।”
এছাড়া ইলিয়াস হোসাইন “প্রথম আলো” পত্রিকাকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেছেন, এই পত্রিকা বাংলাদেশে জঙ্গি উৎপাদনের সাথে জড়িত। তার মতে, “আজকে সাত মাস হয়েছে, বাংলাদেশে কোনো জঙ্গি নেই, কোনো গ্রেনেড হামলা হয় না, উদিচি বা ছায়ানটের মতো জায়গায় কোনো সন্ত্রাসী কার্যকলাপ নেই।”
তিনি আরও যোগ করেন, “এটা আমাদের সমাজের জন্য ভালো, কারণ মানুষের প্রতিদিনই সমাবেশ হচ্ছে, কোনো সন্ত্রাসী কার্যকলাপ নেই।”
ইলিয়াস হোসাইনের এইসব মন্তব্য এবং অভিযোগ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে আসিফ নজরুল বা প্রথম আলোর পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
