আবার বাড়ছে পানির দাম
গ্যাসের দাম বেড়েছে সম্প্রতি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশছোঁয়া। এরই মধ্যে পানির দাম বাড়াচ্ছে ঢাকা ওয়াসা। আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে পানির দাম ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৭ জুলাই) ঢাকা ওয়াসার বোর্ড সভায় এই সিদ্ধান্ত কার্যকর হয়। এর ফলে গত ১৪ বছরে ১৫ বাড়ল পানির দাম।
বর্তমানে আবাসিক গ্রাহকরা পানির দাম দেন ১ হাজার লিটার ১৫ টাকা ১৮ পয়সা। বাণিজ্যিক গ্রাহকরা ১ হাজার লিটার পানির দাম দেন ৪২ টাকা। সেপ্টেম্বর থেকে এই দামের সঙ্গে ৫ শতাংশ অতিরিক্ত যুক্ত হবে।
২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনার পরিচালকের দায়িত্ব নেন তাকসিম এ খান। তখন আবাসিক পর্যায়ে ১ হাজার লিটার পানির দাম ছিল ৬ টাকা ৪ পয়সা ও বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে ১ হাজার লিটার পানির দাম ছিল ২০ টাকা ১১ পয়সা।
এরপর ২০১৬ সাল ছাড়া প্রতিবছরই একবার পানির দাম বাড়ানো হয়েছে। ২০১৬ সালে পানির দাম দুই দফা বাড়ানো হয়েছিল।
আরইউ/