অনেক কো-আর্টিস্ট, ডিরেক্টর তখন আমার সঙ্গে কাজ করতে চাইতেন না: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীত
দীর্ঘদিন ধরে টেলিভিশন ও ছোট পর্দায় নিয়মিত অভিনয় করে আসছেন সাদিয়া জাহান প্রভা। একসময় তার রূপ ও অভিনয় নৈপুণ্যে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে ব্যক্তিগত জীবনের একটি অপ্রত্যাশিত ঘটনায় তার ক্যারিয়ারে বড় ধস নেমে আসে।
সেই ধাক্কা সামলে আবারো ক্যারিয়ার পুনর্নির্মাণে চেষ্টা করছেন প্রভা, এবং তিনি অভিনয়ে নিয়মিত হচ্ছেন বলে জানা যাচ্ছে। সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রভা, যেখানে তিনি নিজের অভিনয় জীবনে ঘটে যাওয়া নানা ঘটনাসহ শোবিজের সিন্ডিকেট নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন।
প্রভা জানান, "সিন্ডিকেট কখনো গেছে, কখনো এসেছে— সেটার আগেই আমাকে ছোট একটা সিন্ডিকেটের মধ্যে পড়তে হয়েছিল। সেটাকে আসলে ডিরেক্টলি বলা যাবে না।"

প্রভা ১১-১২ সালের দিকে ক্যারিয়ারে এক বড় গ্যাপের কথা তুলে ধরে বলেন, "এ সময় আড়াই বছরের মতো বিরতি ছিল। তারপর যখন আবার কাজ করতে ফিরলাম, তখন অনেক ডিরেক্টর ও কো-আর্টিস্টরা আমার সঙ্গে কাজ করতে চাইতেন না। এমনকি এখনো অনেক ডিরেক্টর আমার সঙ্গে কাজ করছেন না।"
তবে অভিনেত্রী উল্লেখ করেন, কখনোই সরাসরি তার মুখের ওপর 'না' বলা হয়নি। তিনি জানান, "সম্পর্ক সুন্দর রাখার জন্য অ্যাটিচিউড দিয়ে বোঝানো হতো যে হয়তো আর কো-অপারেট করা হবে না।"
প্রভা আরো বলেন, "এমন পরিস্থিতির মধ্যে আমি কখনো বুঝতে পারিনি সিন্ডিকেট গেছে কিনা, আদৌ শুরু হয়েছে কি না। কারণ আমি অনেক আগেই এই বিষয়গুলো সামলেছি।"
বর্তমানে প্রভা মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি যুক্তরাষ্ট্রে অবস্থিত ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন এবং সেখানে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশ্ববিখ্যাত মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শো’য়ের সঙ্গে যুক্ত থাকা এ প্রতিষ্ঠানেই কাজ করছেন তিনি। সম্প্রতি দেশে ফিরে আবারও শোবিজে নিজের জায়গা তৈরির জন্য কাজ শুরু করেছেন প্রভা।
