ভয়াবহ দাবানলের কবলে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, ২০ স্থানে ছড়িয়েছে আগুন (ভিডিও)

ভয়াবহ দাবানলের কবলে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। ছবি: সংগৃহীত
যুদ্ধবিধ্বস্ত সিরিয়া এবার ভয়াবহ দাবানলের কবলে পড়েছে। দেশটির লাতাকিয়া অঞ্চলে ছড়িয়ে পড়া আগুন নিয়ে দীর্ঘ সাত ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে স্বেচ্ছাসেবী সংস্থা ‘হোয়াইট হেলমেটস’। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসায় তেমন বড় ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
বুধবার (৫ মার্চ) মিডল ইস্ট মনিটর নামক সংবাদমাধ্যমে এই দাবানলের খবরটি প্রকাশিত হয়।
সিরিয়ার লাতাকিয়া অঞ্চলের পাহাড়ি এলাকায় আগুনের ভয়াবহ শিখা এবং ধোঁয়ার কুণ্ডলীতে আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। দাবানল নিয়ন্ত্রণে আসতে স্বেচ্ছাসেবী সংস্থা হোয়াইট হেলমেটস দিনরাত এক করে কাজ করেছে। টানা সাত ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই প্রচেষ্টায়, একটি দল পাহাড়ের নিচ থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, অন্য একটি দল আগুনের ক্ষতিগ্রস্ত অংশ চিহ্নিত করার কাজ চালায়।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ২০টি পৃথক স্থানে ছড়িয়ে পড়া আগুন সফলভাবে নিয়ন্ত্রণে এনেছে হোয়াইট হেলমেটস। তবে দাবানলের প্রকৃত কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
এমন পরিস্থিতিতে, ফায়ার সার্ভিসের গাড়িগুলো রাতভর ফ্ল্যাশিং লাইট জ্বালিয়ে পাহাড়ি পথে টহল দিয়েছে। দমকল কর্মীরা জানিয়েছেন, জরুরি পরিস্থিতির মধ্যে কাজ করলেও পাহাড়ি পথ, তীব্র বাতাস এবং পানি সরবরাহের অভাব তাদের জন্য প্রধান চ্যালেঞ্জ ছিল।
স্থানীয়দের মতে, দাবানল যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যেত, তবে তা আশপাশের বসতিগুলোর দিকে ছড়িয়ে পড়তে পারত, যা একটি বড় বিপর্যয়ের সৃষ্টি করত।
Our teams worked for over 7 consecutive hours to extinguish a massive wildfire that broke out last night in the Deir Hanna area, near Qardaha in the #Latakia countryside.
— The White Helmets (SyriaCivilDef) March 5, 2025
The operation was carried out under challenging conditions, including difficult terrain and strong winds,… pic.twitter.com/3pnx4DdokU
