শুক্রবার জমবে রাজধানীর কোরবানির হাট
রাজধানীর কোরবানির পশুরহাট বৃহস্পতিবার (৭জুলাই) তেমন জমেনি। বেপারিদের ধারণা, শুক্রবার (৮ জুলাই) পুরোদমে জমে উঠবে কেনাবেচা। রাজধানীর কমলাপুর হাটে গিয়ে দেখা যায়, ক্রেতা তেমন নেই।
বিক্রেতারা বসে আছেন। তাদেরই একজন ফেনীর আনারুল বললেন, আজ যেহেতু শেষ অফিস ছিল তাই আজ রাত বা কাল শুক্রবার সকাল থেকেই কেনাবেচা জমে উঠবে। ঢাকা শহরে গরু আগে কিনে রাখার জায়গা নাই। তাই মূলত হাট জমতে সময় লাগছে।
আনারুল বললেন তিনি দুটি গরু নিয়ে এসেছেন এবার হাটে। দুটি গরুই ফ্রিজিয়িান জাতের। দুটি গরুর একটির দাম চাইছেন ৬ লাখ টাকা আরেকটির দাম চাইছেন সাড়ে ৫ লাখ টাকা। ৬ লাখ টাকর গরুটি ৪ লাখ টাকা দাম উঠলে বিক্রি করে দেবেন বলে জানান।
এবার গরুর দাম বেশি হওয়ার কারণ সম্পর্কে আনারুল বলছেন, গরুর খাবারের অনেক দাম। একটা উদাহরণ দিলেই বুঝবেন। ভূষির বস্তার দাম ৭০০ থেকে ২২০০ টাকা হয়েছে। কাজেই এই গরুটি ৪ লাখ টাকার কমে বিক্রি করলে পোষাবে না।
সাভারের একটি খামারের পরিচালক হাসানুল হক ১৩টি গরু নিয়ে হাটে এসেছিলেন। তার মধ্যে ১১টি বিশাল সাইজের। মাঝারি সাইজের ছিল দুটি গরু। দুদিন ঢাকায় এসেছেন। বুধবার রাতে মাঝারি সাইজের দুটি গরু বিক্রি করতে পেরেছেন।
এক প্রশ্নের জবাবে হাসানুল হক ঢাকাপ্রকাশকে বলেন, মানুষ দাম কমার জন্য অপেক্ষা করছে। একারণেই মূলত দাম শুনে চলে যাচ্ছে। যে দাম ক্রেতারা বলছেন তাতে গরু বিক্রি করায় না। লস হয়।
ঝিনাইদহের আমিন মাঝি বিশাল সাইজের দুটি গরু নিয়ে কমলাপুর হাটের একটি শেডে দাঁড়িয়ে আছেন। তার দাবি এর মধ্যে একটি গরু দেশি প্রজাতির। দাম চাইছেন ৬ লাখ টাকা। এত বড় গরু দেশি হয় কীনা এমন প্রশ্নের জবাবে আমি মাঝির দাবি দেশি গরুও এত বড় হয়।
বুধবার রাতে হাটে আসা আমিন মাঝিও বলছেন, শুক্রবার থেকে বেচাকেনা জমে উঠবে। তখন তার গরু দুটিও বিক্রি করতে পারবেন।
আরইউ/