ঘূর্ণিঝড় 'অশনি' আঘাত হানতে পারে ১১ মে
ঘূর্ণিঝড় অশনি আগামী ১১ মে সাতক্ষীরা উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে সচিবালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে এ কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
তিনি জানান, যদি ঘূর্ণিঝড় আঘাত হানে তাহলে মোকাবেলায় আমাদের সকল প্রস্তুতি রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘ভারত মহাসাগরের আন্দামান দীপপুঞ্জের কাছে একটা সাইক্লোনিক সিস্টেম ডেভলপ করেছে। এটা আগামী ৯ মে নাগাদ লঘুচাপে রূপান্তরিত হবে। আগামী ১১ মে তারিখের দিকে এটি নিন্মচাপে রূপান্তরিত হয়ে ঘুর্ণিঝড় হওয়ার আশংকা করা হচ্ছে।’
তিনি বলেন, যদি এটি ঘুর্ণিঝড় হয় তাহলে এর নাম হবে ‘অশনি’। এটি নিন্মচাপ থেকে ঘুর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পর আমরা জানাতে পারব এটি বাংলাদেশের কোন উপকূলে কবে নাগাদ আঘাত হানতে পারবে।
ডা.এনামুর রহমান জানান, ঘুর্ণিঝড়ে আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে। তাই আমরা এসওডি অনুযায়ী আজ প্রস্তুতিমূলক সভা করেছি। আমরা আমাদের সকল স্তরকে সতর্ক করেছি। ইতিমধ্যে আমাদের স্বেচ্ছাসেবকদেরকে সতর্ক করে দিয়েছি।
তিনি বলেন, ‘এসওডি অনুযায়ী আমরা সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দিয়েছি। সতর্ক থাকতে নির্দেশ দিয়েছি। ঘুর্ণিঝড়ের অবস্থা অনুযায়ী ব্যবস্থা মেওয়া হবে।’
এনএইচবি/টিটি/এমএমএ/