৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে অফিস আদালত
টানা ছয় দিনের ছুটি শেষে আজ খুলেছে সরকারি-বেসরকারি অফিস-আদালত ও ব্যাংক-বীমা। আজ থেকে আবার সরব হতে শুরু করবে রাজধানী ঢাকা। তবে একদিন অফিস-আদালত খোলার পর আবারও দুই দিনের সাপ্তাহিক ছুটি থাকবে আগামীকাল শুক্রবার ও পরশু শনিবার।
গত ২৮ এপ্রিল (বৃহস্পতিবার) ছিল সর্বশেষ কর্মদিবস। গত ২৯ এপ্রিল থেকে টানা ছয় দিনের ছুটি শুরু হয়। প্রথম দুই দিন ছিল শুক্রবার ও শনিবার। ১ মে ছিল 'মে দিবসের' ছুটি। ২ থেকে ৪ মে পর্যন্ত ঈদের ছুটি। সব মিলিয়ে এ ছয় দিনের ছুটি শুরু হয়।
আজ বৃহস্পতিবার (৫ মে) শেষ হচ্ছে ঈদের ছুটি। তবে আগামী দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় অফিস-আদালতে কর্মকর্তাদের উপস্থিতি খুব একটা হবে না। ফলে পূর্ণ উদ্যমে অফিস-আদালতের কার্যক্রমও শুরু হবে না।
আগামী রবিবারের (৯ মে) আগে অফিসগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয় সম্ভাবনা নেই। কারণ অধিকাংশ অফিসেই বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারীরা ছয় দিনের ছুটির সঙ্গে বৃহস্পতিবার ছুটি নেওয়ার কারণে চলতি সপ্তাহে অনেক কর্মকর্তা কর্মচারী অফিসে উপস্থিত হওয়ার সম্ভাবনা নেই।
সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটির পূর্ব অভিজ্ঞতা বিবেচনায় নিলে আগামী সপ্তাহের শেষের দিকে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে সরব হয়ে উঠবে অফিস পাড়া। সরকারি-বেসরকারি অফিস এবং ব্যাংক-বীমার কার্যক্রমও স্বাভাবিক হয়ে আসবে। একই সঙ্গে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে রাজধানী ঢাকায়।
এনএইচবি/এসএন