ঈদে বেপরোয়া মোটরসাইকেল, প্রাণ গেল ৬ জনের
ঈদে বর্তমান প্রজন্মের কাছে মোটরসাইকেলে ঘুরে বেড়ানো খুশির অন্যতম অনুসঙ্গ হয়ে উঠেছে। আর এই দিনে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাচ্ছেন অনেকেই। এতে প্রাণহানিও বাড়ছে। এবারের ঈদে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর সময় সারাদেশে পৃথক দুর্ঘটনায় কমপক্ষে ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৩ মে) রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পযর্ন্ত ঢাকাপ্রকাশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা মৃত্যুর এ তথ্য জানায়।
টাঙ্গাইলে ২ বন্ধুর মৃত্যু
ঈদের দিন ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাইট খুঁটির সঙ্গে ধাক্কা লেগে কিশোর দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার বিকালে উপজেলার রুপশান্তি কুচামারা ব্রিজে এ দুঘর্টনা ঘটে। নিহতরা হলেন— উপজেলার যদুনাথপুর ইউনিয়নের হরিপুর গ্রামের রিপন ওরফে আলামিন (১৬) ও তার বন্ধু রিপন (১৭)। আহতের নাম আমিনুল ইসলাম (১৪)।
ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ার হোসেন জানান, হতাহতরা ঈদ উপলক্ষে ঘুরতে ধনবাড়ী থেকে জামালপুরে গিয়েছিল। ঘুরাঘুরি শেষে তারা জামালপুর থেকে বাড়ি ফেরার পথে তাদের দ্রুত গতির মোটরসাইকেলটি রুপশান্তি কুচামারা ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি খুঁটির সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে পড়ে যায়। এরপর স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত আমিনুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জে নিহত ২
ঈদের দিন বেড়াতে গিয়ে সিরাজগঞ্জের তাড়াশে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর সময়ে পৃথক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ২০ জন।
নিহতরা হলেন— উপজেলার তালম ইউনিয়নের বড়ইচড়া গ্রামের আব বক্করের ছেলে মেহেদী হাসান (১৭) ও মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের মোজাহার হোসেনের ছেলে শাকিল আহমেদ (১৪)।
মঙ্গলবার বিকালে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগর এলাকায় ও তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে বেরখালী এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, বিভিন্ন সড়কে আমাদের টহল অব্যাহত রয়েছে। এসব দ্রুতগতি যানবাহনের বিরুদ্ধে অভিযান চলবে। এছাড়া নিহতের বিষয়ে থানায় ইউডি মামলা দায়ের করা হচ্ছে।
গাইবান্ধায় যুবক নিহত
গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহসান হাবীব (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আহসান সদর উপজেলার দক্ষিণ গিদারী গ্রামের ফকিরটারী এলাকার আঞ্জু ডাক্তারের ছেলে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে দারিয়াপুর-গাইবান্ধা উপ-মহাসড়কের পোক্তর মোটর সাইকেল ম্যাকানিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই ব্যক্তি দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। এমন সময় মোটর সাইকেলের চাকা পিছলে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
নারায়ণগঞ্জে নিহত ১
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঈদের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় ইকবাল হোসেন (২১) নাম এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার বগাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সকালে ঈদুল ফিতরের নামাজ শেষে মোটরসাইকেল চালিয়ে বিশনন্দি ফেরিঘাটে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। নিহত ইকবাল উচিৎ পুরা ইউনিয়নের দাসিরদিয়া গ্রামের ইলিয়াসের ছেলে বলে।
জানা যায়, ইকবাল ও ইয়ামিন নামে দুই জন মোটরসাইকেল আরোহী বিশনন্দি ফেরিঘাটে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা খেলে ইকবাল গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরএ/