র্যাকের সভাপতি মহিউদ্দিন, সম্পাদক তাওহীদ সৌরভ
দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন 'রিপোর্টার্স এগেইনস্ট করাপশন' (র্যাক) এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে সাউথ এশিয়ান টাইমসের সিনিয়র রিপোর্টার মহিউদ্দিন আহমেদ পুননির্বাচিত ও টিএন নিউজের সিনিয়র রিপোর্টার তাওহীদ সৌরভ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন যমুনা টিভির রাব্বী সিদ্দিকী।
শুক্রবার (১০ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- নিউ এজের সহসভাপতি আহম্মদ ফয়েজ ও নিউজবাংলার রহমান মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক একাত্তর টিভির জেমসন মাহবুব ও এশিয়ান টিভির সাফি উদ্দিন আহেমদ, কোষাধ্যক্ষ মাইটিভির মাহবুব সৈকত, দপ্তর সম্পাদক বৈশাখী টিভির তাসলিমুল আলম তৌহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বণিক বার্তার জেসমিন মলি, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক চ্যানেল টুয়েন্টিফোরের সফিকুল ইসলাম সবুজ, আন্তর্জাতিক সম্পাদক আরটিভির আতিকা রহমান ও সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক নিউজ টুয়েন্টিফোরের আলী তালুকদার।
কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন- আলাউদ্দিন আরিফ, আবুল কাশেম, আদিত্য আরাফাত, মোরশেদ নোমান, সাঈদ খান, শেখ মোহাম্মদ জামাল হোসেন ও শফিক শাহিন।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুই অংশের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু ও শহিদুল ইসলাম তিন সদস্যের কমিশন নির্বাচন পরিচালনা করেন।
নির্বাচন অনুষ্ঠানের আগে বিদায়ী কমিটির সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহম্মদ ফয়েজ পরিচালনায় র্যাকের ২০২১ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এপি/