তৃতীয়বার লটারি জিতলেন মার্কিন নারী
প্রতিকী ছবি: সংগৃহীত
একবার লটারি জেতাই যেখানে বিরল ঘটনা, সেখানে তিন বছরে তিনবার! এমনি বিষ্ময়কর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের এক নারীর সঙ্গে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানা যায়, ৬১ বছর বয়সী এ নারী তিনবারই প্রথম পুরস্কার জিতেছেন।
সম্প্রতি মন্টেগোমারি কাউন্টি থেকে ৫ ডলারের দুইটি টিকিট কেনেন তিনি। তালবার্টস আইস অ্যান্ড বেভারেজ সার্ভিস থেকে কেনা প্রথম টিকিটে কোনো পুরস্কার না পেলেও তিনি দ্বিতীয় টিকিটে জিতে নেন ৫০ হাজার ডলারের প্রথম পুরস্কার।
মেরিল্যান্ডের লটারি কর্মকর্তারা জানিয়েছেন, এনিয়ে ওই দোকানে তৃতীয়বারের মতো লটারি জিতলেন এ নারী। ২০১৮ সালের আগস্টে তিনি প্রথমবারের মতো ৫০ হাজার ডলার জেতেন। ওই বছরের অক্টোবরে আবারও একই পরিমাণ ডলার জেতেন তিনি।
অবসরপ্রাপ্ত হাউসকিপার ওই নারী জানান, এবার তৃতীয়বারের মতো লটারি জিতে তিনি হতভম্ব।
লটারি কর্মকর্তাদের তিনি বলেন, 'বিশ্বাসই হচ্ছে না, আরও একবার!'
প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে ভাগ্যবান ওই বিজয়ী সবচেয়ে ভালো বন্ধুকে ফোন দিয়ে খবরটি জানান। তার বন্ধু বলেন, 'সে যখন প্রথম আমাকে জানায় আমি খুব খুশি হয়েছিলাম। বিশ্বাস করা কঠিন যে, সে আবারও ৫০ হাজার ডলার জিতেছে।'
তিনবার বিজয়ী হওয়ার মতো ঘটে যাওয়া বিরল ঘটনায় ওই নারী বলেন, 'মানুষ প্রতিদিন খেলে, কিন্তু জেতে না। এটা অসাধারণ যে আমি তিনবার জিতেছি।'
পুরস্কার হিসেবে পাওয়া অর্থ বাড়ি মেরামতের কাজে ব্যয় করবেন বলেও জানান তিনি।
/টিটি