কন্যা সন্তানের বাবা হলেন ক্রিকেটার কে এল রাহুল

কন্যা সন্তানের বাবা হলেন ক্রিকেটার রাহুল। ছবি: সংগৃহীত
বাবা হয়েছেন কে এল রাহুল। তাঁর স্ত্রী অভিনেত্রী আথিয়া শেট্টির কোল আলো করে এসেছে এক কন্যা সন্তান। নিজেদের সোশ্য়াল মিডিয়ায় সেই খবর জানিয়েছেন দম্পতি। এদিন আইপিএলে লাখনৌ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালসের ম্য়াচ ছিল। দিল্লির হয়ে মাঠে নামেননি কে এল রাহুল।
তাঁর না থাকার খবর প্রকাশ্যে আসতেই প্রশ্ন ওঠা শুরু হয় যে কেন কে এল হঠাৎ বাদ। যদিও ম্য়াচ চলাকালিনই খবর এল যে দম্পতির কন্যা সন্তান হয়েছে। মেয়ের নাম এখনও অবশ্য প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি।
সোমবার রাত ৮.২০ নাগাদ নিজের সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন রাহুলের স্ত্রী আথিয়া। সেখানেই তিনি কন্যাসন্তানের জন্মের কথা উল্লেখ করেছিলেন। লেখা রয়েছে ”২৪ মার্চ, ২০২৫”। অর্থাৎ মেয়ের জন্মের এই বিশেষ দিনটির কথা উল্লেখ করেছেন আথিয়া। সোশ্য়াল মিডিয়ায় তারকা দম্পতিকে তাঁদের কন্যাসন্তান জন্মের খবর পাওয়ার পর থেকেই শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন বলিউডের তারকা ব্যক্তিত্বরা। ক্রিকেট দুনিয়ার অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।
এবছর নিলামে দিল্লি ক্যাপিটালস ১২ কোটি টাকায় কে এল রাহুলকে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তাঁকে নেতৃত্বভার দেওয়ার কখা ছিল। কিন্তু রাহুলই নাকি তা নিতে অস্বীকার করেন।
আইপিএল শুরুর আগে থেকে আচমকা শোনা যাচ্ছিল যে, দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আইপিএলের শুরুর দিকে নেই রাহুল । যাঁকে ১২ কোটি টাকায় নিলামের টেবিল থেকে কিনেছিল দিল্লি ক্যাপিটালস । শোনা যাচ্ছিল, আইপিএলের শুরুর দিকে খেলবেন না রাহুল । এবং সেই সম্ভাবনার কথা প্রথম প্রকাশ্যে এনেছিলেন মিচেল স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলি । জানিয়েছিলেন, রাহুল আইপিএলের শুরুর দিকে কয়েকটি ম্যাচে নাও খেলতে পারেন।
