ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা রুখে দিবে এনসিপি: নাহিদ ইসলাম

ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা রুখে দিবে এনসিপি: নাহিদ ইসলাম । ছবি: সংগৃহীত
বাংলাদেশ সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদ পুনর্বাসনের যেকোনো ষড়যন্ত্র এনসিপি প্রতিহত করবে। সোমবার (২৪ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার বাংলা ভবন কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ কমিটির আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, "সম্প্রতি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য ষড়যন্ত্র চলছে। ১৫ বছর আগে আওয়ামী লীগ বাকশাল কায়েম করেছিল এবং সেই সময়ের নির্যাতন-জুলুমের কথা সবাই জানে। আওয়ামী লীগ কখনো রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হতে পারে না। তাই আমরা সরকারের কাছে দাবি জানাই যে, আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করে তার নিবন্ধন বাতিল করা হোক।”
তিনি আরো বলেন, “জুলাই-আগস্টের আন্দোলনে নারায়ণগঞ্জের অনেক ভাই ও বোন শহীদ ও আহত হয়েছেন। জাতীয় নাগরিক পার্টি জনগণের সমর্থনে নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলতে চায়, যা আগামীর বাংলাদেশকে নতুনভাবে তৈরি করবে। আমরা গণঅভ্যুত্থানে হত্যাকারীদের বিচার, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবি জানাচ্ছি।”
নাহিদ ইসলাম সতর্ক করেন, “যদি আওয়ামী ফ্যাসিবাদীদের বিচার সুনিশ্চিত না হয়, তাহলে দেশে আরেকটি ফ্যাসিবাদ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নির্বাচনের আগে দৃশ্যমান বিচার নিশ্চিত করাই আমাদের অন্যতম দাবি।”
তিনি নারায়ণগঞ্জের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা জনগণের পাশে দাঁড়াবো, তাদের সমস্যা সমাধানের চেষ্টা করব এবং চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে অবস্থান নেবো।”
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
