আজ বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ ম্যাচ, যেভাবে দেখবেন

ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ
বাংলাদেশ এবং ভারত এশিয়ান কাপ বাছাইপর্বে মুখোমুখি হতে যাচ্ছে আজ (২৫ মার্চ)। হাইভোল্টেজ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
এই ম্যাচটি ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে বাড়তি উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী এবং বাংলাদেশ দলের প্রধান আকর্ষণ শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা চৌধুরী নিয়ে চলছে আলোচনা।
ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হন দুই দলের কোচ এবং অধিনায়ক। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া জানান, দলের লক্ষ্য পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার। ভারতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, সুনীল ছেত্রী আবারও দলে ফিরলে চ্যালেঞ্জ বাড়বে, তবে তার দল প্রস্তুত। ভারতের ডিফেন্ডার সান্দেশ ঝিনগানও জানান, বাংলাদেশ যে সহজ প্রতিপক্ষ নয়, তা স্পষ্ট। কোচ মানোলা মার্কেজ বলেন, ভারতের লক্ষ্য পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করা, এবং এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস টিভি চ্যানেল এবং তাদের ইউটিউব চ্যানেল।
ফিফা র্যাঙ্কিংয়ে ভারত অনেক এগিয়ে, ভারতের অবস্থান ১২৬তম এবং বাংলাদেশের অবস্থান ১৮৫তম। দুই দেশের ৩১টি সাক্ষাতে ভারতের জয় হয়েছে ১৬টি ম্যাচে, বাংলাদেশের জয় মাত্র তিনটি, আর ১২টি ম্যাচ ড্র হয়েছে। যদিও ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় আসে ১৯৯১ সালে, পরবর্তীতে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে আবারও জয় পায় বাংলাদেশ। তবে, শেষ পাঁচ লড়াইয়ে ভারত মাত্র একবার জয় পেয়েছে, বাকি চারটি ম্যাচই ড্র হয়েছে।
বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আত্মবিশ্বাসী, তিনি বলেন, "আমরা এই ম্যাচের জন্য ২৪ দিন কঠোর পরিশ্রম করেছি। এটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। আশা করি, ভারতের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারবো।"
