বুধবার, ২৬ মার্চ ২০২৫ | ১২ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

আজ বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ ম্যাচ, যেভাবে দেখবেন

ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

বাংলাদেশ এবং ভারত এশিয়ান কাপ বাছাইপর্বে মুখোমুখি হতে যাচ্ছে আজ (২৫ মার্চ)। হাইভোল্টেজ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

এই ম্যাচটি ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে বাড়তি উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী এবং বাংলাদেশ দলের প্রধান আকর্ষণ শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা চৌধুরী নিয়ে চলছে আলোচনা।

ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হন দুই দলের কোচ এবং অধিনায়ক। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া জানান, দলের লক্ষ্য পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার। ভারতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, সুনীল ছেত্রী আবারও দলে ফিরলে চ্যালেঞ্জ বাড়বে, তবে তার দল প্রস্তুত। ভারতের ডিফেন্ডার সান্দেশ ঝিনগানও জানান, বাংলাদেশ যে সহজ প্রতিপক্ষ নয়, তা স্পষ্ট। কোচ মানোলা মার্কেজ বলেন, ভারতের লক্ষ্য পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করা, এবং এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস টিভি চ্যানেল এবং তাদের ইউটিউব চ্যানেল।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারত অনেক এগিয়ে, ভারতের অবস্থান ১২৬তম এবং বাংলাদেশের অবস্থান ১৮৫তম। দুই দেশের ৩১টি সাক্ষাতে ভারতের জয় হয়েছে ১৬টি ম্যাচে, বাংলাদেশের জয় মাত্র তিনটি, আর ১২টি ম্যাচ ড্র হয়েছে। যদিও ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় আসে ১৯৯১ সালে, পরবর্তীতে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে আবারও জয় পায় বাংলাদেশ। তবে, শেষ পাঁচ লড়াইয়ে ভারত মাত্র একবার জয় পেয়েছে, বাকি চারটি ম্যাচই ড্র হয়েছে।

বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আত্মবিশ্বাসী, তিনি বলেন, "আমরা এই ম্যাচের জন্য ২৪ দিন কঠোর পরিশ্রম করেছি। এটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। আশা করি, ভারতের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারবো।"

Header Ad
Header Ad

রাজধানীর যেসব এলাকায় বৃহস্পতিবার গ্যাস থাকবে না

ছবি: সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১ প্রকল্পের কাজের অংশ হিসেবে ভূগর্ভস্থ তিতাস গ্যাসের বিদ্যমান লাইন স্থানান্তর করা হবে। এ কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২, খিলক্ষেত এলাকা, কনকর্ড সিটি (নদীর পাড় পর্যন্ত), নামাপাড়া ও সংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া আশপাশের কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে।

Header Ad
Header Ad

বেনাপোলে ৯৬ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক

আটক মো. সবুজ হোসেন মুন্না। ছবি: ঢাকাপ্রকাশ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে আড়াই মন গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বুধবার (২৬ মার্চ) ভোরে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের মানিকিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জনৈক মো. মিনাজুল এর বাড়ি থেকে মাদকের চালানটি আটক করা হয়েছে বলে জানান যশোর র‌্যাব-৬ কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহম্মদ রাসেল।

আটক মো. সবুজ হোসেন মুন্না (২৯) বেনাপোলের মানিকিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. মিনাজুল এর ছেলে।

মোহম্মদ রাসেল বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী মানিকিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জনৈক মো. মিনাজুল এর বাড়িতে মাদকদ্রব্য গাঁজা বেচাবিক্রির উদ্দেশ্যে মজুদ করেছে' গোপন এমন সংবাদে র‌্যাব এর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে সবুজ হোসেন মুন্নাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক পাশের পাঁকা রান্নাঘরের ভেতর টিনের ড্রামে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় মোট ৯৬ কেজি গাঁজা পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা বলে এই কর্মকর্তা জানান।

র‌্যাব দাবি করছেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য স্বল্প মূল্যে সংগ্রহ করে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

আটক মুন্নাকে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

Header Ad
Header Ad

মিরসরাইয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৩

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির নবগঠিত কমিটি ও পদবঞ্চিতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক যুবক কুপিয়ে নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৩ জন।

বুধবার (২৬ মার্চ) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিস্তারিত আসছে...

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রাজধানীর যেসব এলাকায় বৃহস্পতিবার গ্যাস থাকবে না
বেনাপোলে ৯৬ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক
মিরসরাইয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৩
র’কে নিষিদ্ধ করলো যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা  
জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক ৩ (ভিডিও)
শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক লিখে পোস্ট, এসিল্যান্ডকে অব্যাহতি
স্যামসাং সিইও হান জং-হি মারা গেছেন
আরও সমৃদ্ধশালী হবে নতুন বাংলাদেশ: অর্থ উপদেষ্টা
উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা তামিমের
বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচটি জামাত
ঈদযাত্রায় কেবল ঢাকা ছাড়তেই অতিরিক্ত ৮৩২ কোটি টাকা ভাড়া আদায়
দাখিল পরীক্ষার সূচি পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ
সেনাবাহিনীতে ২৯ জনকে অনারারি কমিশন প্রদান
নওগাঁয় গ্যাস পাম্পের পাশ থেকে ৬ জনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার
এক হালি গোল খেয়ে ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক, বরখাস্ত হচ্ছেন কোচ দোরিভাল
চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা  
জাতীয় জীবনে ২৬ মার্চ গৌরব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস: সেনাপ্রধান
মিঠাপুকুরে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব, বিপদে কৃষকরা
যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ২ কোটি ৫৭ লাখ টাকা টোল আদায়
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট: মির্জা ফখরুল