তামিমের সুস্থতা কামনায় তারেক রহমানের দোয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ক্রিকেটার তামিম ইকবাল। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৪ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তামিম ইকবাল অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তার আশু সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন তারেক রহমান। তিনি বলেন, “ক্রিকেটার তামিম ইকবাল দ্রুত সুস্থ হয়ে উঠুন, আমি কায়মনোবাক্যে আল্লাহর কাছে এই দোয়া করি।”
উল্লেখ্য, ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন তামিম ইকবাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। জানা যায়, স্বল্প সময়ের ব্যবধানে দুবার হার্ট অ্যাটাক হলে দ্রুত এনজিওগ্রাম করে তার হার্টে ব্লক শনাক্ত করা হয় এবং সফলভাবে রিং পরানো হয়।
চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা তামিমের অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে জানা গেছে। সিসিডিএম সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানিয়েছেন, “জ্ঞান ফিরে পেয়েছেন তামিম এবং তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন।”
তামিমের দ্রুত সুস্থতার জন্য সারা দেশে ভক্ত-সমর্থকরা দোয়া করছেন।
