বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

‘নারী মানেই দুর্বলতা নয় একটি ইতিবাচক ও শক্তিশালী শব্দ'

ছবি: ঢাকাপ্রকাশ

উত্তরের কৃষি সমৃদ্ধ জেলা নওগাঁ ১১টি উপজেলা নিয়ে গঠিত। এ জেলায় আছে ৬টি সংসদীয় আসন। উপজেলা প্রশাসনের সবচেয়ে বড় পদ ইউএনও। এরপরেই আছে এসিল্যান্ড। জেলার ১১ উপজেলার মধ্যে ৬টি উপজেলায় ৬নারী নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কাজ করছেন। এছাড়া ৪ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত আছেন নারী। কাজের মান একটু কমবেশি হলেও, সকল কর্মকর্তাই সমানতালে সেবা দিয়ে যাচ্ছেন।

উপজেলা প্রশাসনের সবচেয়ে বড় চেয়ারে বসে করে যাচ্ছেন দৈনন্দিন কাজকর্ম, আলো ছড়াচ্ছেন এসব নারী ইউএনওরা। লাল সবুজের পতাকা হাতে, উন্নয়ন আর অগ্রগতির দিকে এগিয়ে নিচ্ছেন নিজের কর্মক্ষেত্র এলাকাকে। নারীর মমতায় গড়ে তুলেছেন জনবান্ধব প্রশাসন।

উপজেলায় যে নারী ইউএনওরা কর্মরত রয়েছেন তারা সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে যোগ্যতার প্রমাণ দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। তাদের আন্তরিকতাই তাদের গ্রহণযোগ্যতা নিয়ে যাচ্ছে উঁচু মাত্রাই। সব মিলিয়ে এই নারী কর্মকর্তারা সময়ের সঙ্গে আরও উজ্জ্বল হয়ে জ্বলছেন। মেধা, দক্ষতা ও চ্যালেঞ্জ গ্রহণের পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিত্বে পুরুষদের সমানতালে এখন নারীদের পদচারনণা। রীতিমতো পুরুষদের পেছনে ফেলেই নারীদের এই এগিয়ে চলা।

জেলার বৃহত্তম উপজেলা মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ লায়লা আঞ্জুমান বানু গত বছরের ৪ এপ্রিল এখানে যোগদান। বিসিএস ৩৪ ব্যাচের এই কর্মকর্তা এর আগে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন ঢাকা কমিশনার অফিসে। পাশের জেলা নাটোরের বাগাতিপাড়ায় বেড়ে ওঠা এই সাহসী কর্মকর্তা গত ২৪ জানুয়ারি বিকেল ৪টা থেকে রাত ২টা পর্যন্ত উপজেলার পরানপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। সেখানে মনছুর আলী নামে এক ব্যক্তি লাইসেন্স বিহীন গুদামে অবৈধভাবে প্রায় কোটি টাকার খাদ্য সামগ্রী মজুতের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খাদ্যসামগ্রী জব্দ এবং মাসুদ রানা নামে একজনকে আটক করেন।

মোসাঃ লায়লা আঞ্জুমান বানু বলেন, 'এটা নিশ্চই আমাদের জন্য সৌভাগ্য। অসহায় নারীরা যখন বিশ্বাস নিয়ে আমাদের কাছে আসেন, আমাদেরকে আপন মনে করে তাদের সব সমস্যার কথা অকপটে খুলে বলেন এবং ভরসা করেন ন্যায়বিচার পাওয়ার, তখন একজন নারী কর্মকর্তা হিসেবে প্রশান্তি পাই এবং সকল পরিশ্রম সার্থক বলে মনে হয়।'

মান্দার মোসাঃ লায়লা আঞ্জুমান বানু পাশাপাশি আত্রাই উপজেলায় সঞ্চিতা বিশ্বাস, রাণীনগরে উম্মে তাবাসসুম, বদলগাছীতে মোছা. আতিয়া খাতুন, ধামইরহাটে আসমা খাতুন এবং পত্নীতলা পপী খাতুন দায়িত্ব পালন করছেন।

আত্রাই উপজেলার নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস গত বছরের ১০আগস্ট এই পদে যোগদান করেন। উপজেলাবাসীকে কাছে টেনে নিয়েছেন তিনি। সেখানকার সব মহলে তাঁর নামটি শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হচ্ছে।

রাণীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে উম্মে তাবাসসুম গত বছরের ১৯ নভেম্বর যোগদান করেন। বর্তমানে তিনিও সমান তালে করে যাচ্ছেন কাজ।

বদলগাছী উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে ৭ এপ্রিল পর্যন্ত কর্মরত ছিলেন তৃপ্তি কণা মন্ডল। তিনি গত বছর ৭ ডিসেম্বর সেখানে যোগদান করেন। সম্প্রতি এডিসি হিসেবে পদোন্নতি পেয়ে আজ ৮ এপ্রিল জয়পুরহাট জেলায় যোগদান করছেন। তার জায়গায় উপজেলার সরকারি কমিশনার (ভূমি) মোছা. আতিয়া খাতুন ভারপ্রাপ্ত উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আসমা খাতুন গত তারিখে যোগদার করেন আসমা খাতুন। তিনি বলেন, 'অনেকেই মনে করেন, নারী কর্মকর্তা মানেই এক ধরনের দুর্বলতা। কিন্তু আমি মনে করি, নারী কর্মকর্তা মানেই একটি ইতিবাচক ও শক্তিশালী শব্দ।'

পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মাত্র কয়েক মাস আগে যোগদান করেন টুকটুক তালুকাদার। তিনি এর আগে বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি এডিসি হিসেবে পদোন্নতি পেয়েছেন।

নেত্রকোণা সদর উপজেলায় বেড়ে ওঠা ৩৩ ব্যাচের এই কর্মকর্তা বলেন, যখন আমি প্রথম যোগদান করি আমাদের সমাজ ব্যবস্থার প্রেক্ষিতে তখন হয়তো অনেকেরই প্রশ্ন ছিল, মেয়ে মানুষ কাজগুলো পারবো কিনা। আমার বিশ্বাস সময়ের সাথে সাথে এসব উত্তর হয়তো তারা পেয়ে গেছেন। কারণ আমরা নারীরাও পারি।

উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে ৬ নারীর পাশাপাশি ৪ সহকারী কমিশনার (ভূমি) হলেন, সাপাহারের শারমিন জাহান লুনা, ধামইরহাটের মোসাম্মৎ জেসমিন আক্তার, বদলগাছির মোছা. আতিয়া খাতুন এবং মহাদেবপুরে সহকারী কমিশনার ভূমি হিসেবে কর্মরত আছেন রিফাত আরা।

নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায় বলেন, সংবিধান এর ১৯(৩) অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। সাংবিধানিক এই অঙ্গীকারের মাধ্যমে বাংলাদেশ নারীর ক্ষমতায়ন নিশ্চিতের ক্ষেত্রে ইতোমধ্যেই অনুকরণীয় হিসাবে স্বীকৃত হয়েছে।’

তিনি বলেন, ‘নারীর ক্ষমতায়নের অন্যতম অনুষঙ্গ হলো প্রজাতন্ত্রের কর্মে বিশেষ করে প্রশাসনে নারীদের অংশগ্রহণ। বাংলাদেশে প্রজাতন্ত্রের কর্মে ৩৮ শতাংশের অধিক সংখ্যক নারীদের অংশগ্রহণ রয়েছে। নওগাঁ জেলায় এই মুহূর্তে ০৬জন ইউএনও ও ০৪জন এসিল্যান্ড তাদের যোগ্যতা, মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অত্যন্ত সফলতার সঙ্গে সরকারি গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছে।’

Header Ad

সেনাকুঞ্জের পথে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে সেনানিবাসস্থ সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানের বাসভবন ফিরেজা থেকে রওয়ানা হয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এর আগে বুধবার (২০ নভেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নেবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

২০১০ সালের ১৩ নভেম্বর খালেদা জিয়াকে তার পরিবারের দীর্ঘ ৪০ বছরের স্মৃতি বিজড়িত ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে টেনে হিঁচড়ে জবরদস্তি করে বের করে দেয়া হয়েছিল। আজ সেই সেনানীবাসের সেনাকুঞ্জে যাবেন তিনি।

এদিকে ২০১৮ সালের পর এই প্রথম বিএনপি চেয়ারপারসন প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এর আগে তিনি ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন। এছাড়া ২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

এর আগে গত মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশ্বস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল এএসএম কামরুল আহসান আমন্ত্রণপত্রটি বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন অমন্ত্রণের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, উনারা সস্ত্রীক বাসায় এসে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে আমন্ত্রণপত্র দিয়ে গেছেন।

এদিকে, খালেদা জিয়া ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র ২৬ জন নেতাও সশ্বস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন। ২০০৯ সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও আমন্ত্রণ জানানো হলো।

Header Ad

সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে মামলায় লড়ব: জেড আই খান পান্না

জহিরুল ইসলাম খান পান্না (ইনসটে: শেখ হাসিনা)। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মামলায় লড়ার আগ্রহ প্রকাশ করেছেন বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপার্সন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না (জেড আই খান পান্না)।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরীর জামিন স্থগিত নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পরে গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকালে জেড আই খান পান্না বলেন, আজ আদালতে নিয়মিত শুনানির সময় কেউ একজন জানতে চান যে, আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিটি) আমি কারও পক্ষে লড়ব কি না। তখন আমি বলেছি, সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষেই লড়ব।

অতীতে আপনি শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। এখন তার পক্ষে লড়তে চাইছেন। এটি আপনার আগের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক কি না?

উত্তরে জেড আই খান পান্না বলেন, অবশ্যই সাংঘর্ষিক। কিন্তু প্রত্যেক মানুষের আইনি সুবিধা পাওয়ার অধিকার আছে। মানবিক দিক বিবেচনা করেই আমি শেখ হাসিনার পক্ষে লড়ার আগ্রহ প্রকাশ করেছি। তবে আমি যেকোনো অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিপক্ষে।

Header Ad

নির্বাচন কমিশন গঠন, সিইসি হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

এ এম এম নাসির উদ্দীন। ছবি: সংগৃহীত

সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অবসরপ্রাপ্ত সচিব জনাব এ এম এম নাসির উদ্দীন-কে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন।

অন্য একটি প্রজ্ঞাপনে চার কমিশনারের নিয়োগের বিষয়টিও জানানো হয়।

চার কমিশনার হলেন:

১. মো. আনোয়ারুল ইসলাম সরকার, অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত)

২. আবদুর রহমানেল মাসুদ, জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত)

৩. বেগম তাহমিদা আহমেদ, যুগ্ম সচিব (অবসরপ্রাপ্ত)

৪. ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত)।

Header Ad

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জের পথে খালেদা জিয়া
সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে মামলায় লড়ব: জেড আই খান পান্না
নির্বাচন কমিশন গঠন, সিইসি হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন
ডিএনএ টেস্টের ফলাফল: ভিনিসিয়ুসের পূর্বপুরুষ ছিলেন ক্যামেরুনের
জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান
বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা সেই শাহজাহান ওমর গ্রেপ্তার
মিরপুর ও মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া
‘শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী’, এমন কথা বলেননি ট্রাম্প
লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ২৪ বাংলাদেশি কিশোর-কিশোরী
ঢাকার বিভিন্ন পয়েন্টে অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ
গাজায় ইসরায়েলের হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত
সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে হামলা-ভাঙচুর
১২ বছর পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া
ধামরাইয়ে শ্রমিকবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
সশস্ত্র বাহিনী দিবস আজ, বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে কর্মসূচি শুরু
সেন্টমার্টিনে যেতে নিবন্ধনসহ যা করতে হবে পর্যটকদের
সিটি কলেজ অন্যত্র সরিয়ে নেওয়াসহ ৯ দাবি ঢাকা কলেজ কর্তৃপক্ষের
ট্রাইব্যুনাল চাইলে বিচার কাজের অডিও ভিজ্যুয়াল প্রচার করতে পারবে