ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে রাজধানীতে ‘রাইড ফর প্যালেস্টাইন’ র্যালি

ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে রাজধানীতে ‘রাইড ফর প্যালেস্টাইন’ র্যালি। ছবি: সংগৃহীত
ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী এক র্যালি—‘রাইড ফর প্যালেস্টাইন’। স্কুটি, বাইসাইকেল, মোটরসাইকেল ও প্রাইভেট গাড়ি নিয়ে হাজারো রাইডার এই আয়োজনে অংশ নেন।
শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে র্যালিটি শুরু হয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও ধানমন্ডি ৩২ হয়ে আবার সংসদ ভবনের সামনে এসে শেষ হয়।
এই র্যালির অন্যতম উদ্যোক্তা ও বাংলাদেশ ভেসপা কমিউনিটির অ্যাডমিন দিদারুল ইসলাম সুজন জানান, "ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা জানাতেই এই রাইড। কোনো নির্দিষ্ট ব্যানারে নয়, দেশের বিভিন্ন টু-হুইলার ও ফোর-হুইলার গ্রুপ একত্র হয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। অংশগ্রহণকারীর সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। পথে আরও অনেকে র্যালিতে যোগ দিয়েছেন।"
র্যালির শুরুতে নির্ধারিত চারটি সেগমেন্টে সাজানো হয় রাইডারদের—প্রথম সারিতে ছিল বাইসাইকেল, এরপর স্কুটার, তারপর মোটরবাইক, প্রাইভেট গাড়ি এবং সবশেষে আরও কিছু মোটরসাইকেল। গোটা র্যালিটি ধীরগতিতে, শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা জানান, ‘রাইড ফর প্যালেস্টাইন’ শুধুই একটি প্রতিবাদ নয়, এটি মানবতার পক্ষে এক হওয়ার প্রতীক। জাতি, ধর্ম, পেশা নির্বিশেষে যারা সাইক্লিং বা গাড়ি চালান, তারা সবাই আজ এক প্ল্যাটফর্মে এসে মানবতার বার্তা দিয়েছেন।
