অপহরণ নাটক সাজিয়ে চাঁদা দাবি, সাভারের মা-মেয়ে গ্রেফতার

ছবি: সংগৃহীত
সাভার থেকে রাজধানীতে এসে অপহরণের নাটক সাজিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে গ্রেফতার হয়েছেন মা-মেয়ে—বিথী হাওয়া ওরফে বিবি হাওয়া (৩৮) ও সুরভী সুলতানা (২০)। সোমবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় অভিযান চালিয়ে নিউমার্কেট থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী সৈকত নামে এক ব্যবসায়ী, যার মিনিতা প্লাজায় একটি ঘড়ির দোকান রয়েছে। অভিযোগ অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি বিথী ও সুরভী তার দোকানে ঘড়ি কিনতে গেলে তাদের সঙ্গে সৈকতের স্ত্রীর পরিচয় হয়। এরপর মোবাইলে যোগাযোগ গড়ে ওঠে। ২০ মার্চ বিথী দোকানে এসে মেয়েকে সেলসগার্ল হিসেবে কাজ দেওয়ার অনুরোধ জানান, এবং সুরভী কিছুদিনের জন্য দোকানে কাজও শুরু করেন।
কিন্তু ২২ মার্চ সুরভী অসুস্থতার কথা বলে দোকান থেকে চলে যান। ওই রাতেই বিথী ফোন করে জানায়, সুরভী বাসায় ফেরেনি এবং তার মোবাইলও বন্ধ। পরে দাবি করা হয়, সুরভী অপহৃত হয়েছে এবং মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা চাই। যেহেতু অপহরণ দোকান থেকে যাওয়ার সময় ঘটেছে, তাই মুক্তিপণের অর্থ সৈকতের কাছেই দাবি করা হয়।
পরদিন সুরভী নিজেই জানান, সে কৌশলে পালিয়ে এসেছে। পরে আবারো ফোনে জানানো হয়, এবার বিথী হাওয়াকে অপহরণ করা হয়েছে এবং তাকে ছাড়াতে ২০ লাখ টাকা প্রয়োজন। এ সময় সৈকতের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করা হয়।
মামলার পর পুলিশের একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে এবং নিউমার্কেট এলাকা থেকেই গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চাঁদা আদায়ের জন্য অপহরণের নাটক সাজানোর বিষয়টি স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ডিসি তালেবুর রহমান।
