মঙ্গল শোভাযাত্রার নাম বদল নয়, বরং ঐতিহ্যে ফেরত: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ছবি: সংগৃহীত
পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজিত ঐতিহ্যবাহী শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে চলমান আলোচনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, এটি আসলে নাম পরিবর্তন নয়, বরং পুরোনো ঐতিহ্যে ফেরার প্রচেষ্টা।
শুক্রবার (১১ এপ্রিল) সকালে চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা নাম পরিবর্তন করছি না। আমরা পুরোনো নাম এবং ঐতিহ্যে ফেরত যাচ্ছি, যেটা দিয়ে চারুকলার এই কার্যক্রম শুরু হয়েছিল।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের শোভাযাত্রার নাম হবে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’, যা ১৯৮৯ সালে এই শোভাযাত্রা শুরু হওয়ার সময়ের মূল নাম। নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রতীক হিসেবে এই আয়োজনের নামকরণ করা হয় ‘মঙ্গল শোভাযাত্রা’, যা পরে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। ২০১৬ সালের ৩০ নভেম্বর ইউনেসকো মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে।
উপাচার্য নিয়াজ আহমেদ খান আরও বলেন, এই শোভাযাত্রার মূল বার্তা দুটি। একটি হচ্ছে স্বৈরাচার ও সামাজিক দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ এবং অন্যটি হচ্ছে ঐক্য ও সম্প্রীতির আহ্বান। তিনি বলেন, “আমরা এই দুটি বার্তা একসঙ্গে দিতে চাই।”
চারুকলা অনুষদ ১৯৮৯ সাল থেকে পয়লা বৈশাখ উপলক্ষে এই শোভাযাত্রা আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতাই রক্ষা করে এবার ফেরত যাওয়া হচ্ছে মূল নামে—যা একদিকে ঐতিহ্যের প্রতি সম্মান, অন্যদিকে সময়োপযোগী বার্তার বহিঃপ্রকাশ।
